বাসস
  ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৩৭
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৩৯

ডিপিএল ম্যাচ টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচগুলো টেলিভিশনে সরাসরি সম্প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

আগামী ৩ মার্চ শুরু হবে দেশের ঐতিহ্যবাহী লিস্ট ‘এ’ টুর্নামেন্ট ডিপিএল। 

টি-স্পোর্টস ম্যাচগুলো সরাসরি টেলিভিশন এবং ইউটিউবে সম্প্রচার করবে।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচগুলো টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। 

তবে বিকেএসপি ৩ এবং ৪ নম্বর মাঠের  ম্যাচগুলো ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করবে তারা।