শিরোনাম
ঢাকা, ১৮ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজেদের একমাত্র প্রস্তুতি ম্যাচে হেরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
গতরাতে দুবাইয়ে আইসিসি একাডেমি স্টেডিয়ামে মাঠে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে পাকিস্তান শাহিনসের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ।
এ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথম ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৬০ রান তুলে বাংলাদেশ। এসময় ওপেনার তানজিদ হাসান ৬ ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১২ রানে আউট হন।
২০ ওভার শেষে বাংলাদেশের রান গিয়ে দাঁড়ায় ৩ উইকেটে ১০৪। ভালো শুরু করেও ৩৫ রানে আউট হন আরেক ওপেনার সৌম্য সরকার।
২১ থেকে ৩০ ওভারের মধ্যে ব্যাটিং ধ্বসে চাপে পড়ে বাংলাদেশ। এ সময় ৪ উইকেটের বিনিময়ে মাত্র ৩৬ রান যোগ করতে পারে তারা। তাওহিদ হৃদয় ২০, মেহেদি হাসান মিরাজ ৪৪, মুশফিকুর রহিম ৭ ও জাকের আলি ৪ রানে আউট হন।
এরপর লোয়ার অর্ডার ব্যাটারদের দৃঢ়তায় ২শর রানের কোটা স্পর্শ করতে সক্ষম হয় বাংলাদেশ। ২০২ রানে শেষ হয় টাইগারদের ইনিংস।
রিশাদ হোসেন ১৪, তানজিম সাকিব ৩০, নাসুম আহমেদ ১৫ ও তাসকিন আহমেদ অপরাজিত ৪ রান করেন।
বোলিংয়ে পাকিস্তানের উসামা মীর ১০ ওভারে ৪৩ রানে ৪ উইকেট নেন।
জবাবে ২৯ রানের সূচনা করে পাকিস্তান শাহিনস। বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন পেসার নাহিদ রানা। শাইবজাদা ফারহানকে ২৩ রানে শিকার করেন রানা।
তিন নম্বরে নামা ওমাইর ইউসুফকে ১ রানে থামান বাংলাদেশ স্পিনার মেহেদি হাসান মিরাজ। এতে ৩৭ রানে ২ উইকেট হারায় পাকিস্তান।
দলীয় ৬৯ রানে পাকিস্তানের তৃতীয় উইকেট শিকার করেন বাংলাদেশের আরেক পেসার তানজিম হাসান সাকিব। আরেক ওপেনার আজান আওয়াইসকে ৩১ রানে ফেরান তানজিম।
এরপর চতুর্থ উইকেটে ১৩৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৯১ বল হাতে রেখেই পাকিস্তান শাহিনসের জয় নিশ্চিত করেন অধিনায়ক মোহাম্মদ হারিস ও মুবাশির খান। হারিস ৭৬ ও মুবাসির ৬৩ রানে অপরাজিত থাকেন।
বাংলাদেশের রানা ১১ রানে, মিরাজ ৩৯ রানে ও তানজিম ১৫ রানে ১টি করে উইকেট নেন।
আগামী ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ‘এ’ গ্রুপে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করবে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ : ২০২/১০ (৩৮.২ ওভার) (মিরাজ ৪৪, সৌম্য ৩৫, হৃদয় ২০, শান্ত ১২, মুশফিক ৭, জাকের ৪, তানজিম ৩০, নাসুম ১৫, তাসকিন ৪*, উসামা ৪/৪৩)।
পাকিস্তান শাহিনস : ২০৬/৩ (৩৪.৫ ওভার) (হারিস ৭৬*, মুবাসির ৬৩*, রানা ১/১১)।
ফল : পাকিস্তান শাহিনস ৭ উইকেটে জয়ী।