বাসস
  ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৩৮

রাবিপ্রবিতে আন্তঃবিভাগ শীতকালীন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ শীতকালীন ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত -ছবি : বাসস

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) আন্তঃবিভাগ শীতকালীন ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল  অনুষ্ঠিত হয়েছে। 

বিশ্ববিদ্যায়ের শারিরীক শিক্ষা বিভাগের তত্বাধানে অনুষ্ঠিত হয় এ টুর্নামেন্ট।

আজ বিকেল  সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনালে  প্রধান অতিথি ছিলেন রাবিপ্রবি উপাচার্য  অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান।

এসময় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রসাসন অনুষদের ডিন সূচনা আখতার, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক সাদ্দাম হোসেন, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান মোসা. হাবিবা, শারীরিক শিক্ষা বিভাগ পরিচালনা কমিটির আহবায়ক ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক খোকনেশ্বর ত্রিপুরাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টের ফাইনালে  ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ম্যানেজমেন্ট বিভাগ।

উল্লেখ্য,গত ৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শুরু হওয়া এ প্রতিযোগিতায়  বিশ্ববিদ্যালয়ের ৫ বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।