শিরোনাম
ঢাকা, ২০ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : ইনজুরির কারণে চলতি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন পাকিস্তানের বাঁ-হাতি ব্যাটার ফখর জামান।
গতকাল থেকে শুরু হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করার সময় পিঠের নীচের অংশে চোট পান ফখর। ইনজুরির কারণে ব্যাট হাতে চার নম্বরে নামেন তিনি। ৪১ বলে ২৪ রান তুলে আউট হন ফখর।
ম্যাচ শেষে মেডিকেল পরীক্ষায় জানা গেছে ইনজুরি গুরুতর হওয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেরতে পারছেন না ফখর। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এক বার্তায় ফখর বলেন, ‘আমি গর্বের সাথে অনেকবার পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছি। দুর্ভাগ্যবশত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে পড়েছি। কিন্তু অবশ্যই আল্লাহ সেরা পরিকল্পনাকারী। সুযোগের জন্য কৃতজ্ঞ। আমি আমার দলকে সমর্থন দেব। এটা কেবল শুরু, প্রত্যাবর্তন হবে পতনের চেয়েও শক্তিশালী।’
ফখরের পরিবর্তে পাকিস্তান দলে জায়গায় পেয়েছেন আরেক বাঁ-হাতি ব্যাটার ইমাম উল হক। ২০২৩ সালের অক্টোবরে সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছেন ইমাম। ২০১৭ সালে অভিষেকের পর ৭২ ওয়ানডেতে ৯টি সেঞ্চুরি ও ২০টি হাফ-সেঞ্চুরিতে ৩১৩৮ রান করেছেন তিনি।
করাচিতে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে হারে পাকিস্তান। আগামী ২৩ ফেব্রুয়ারি গ্রুপ- ‘এ’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান।