শাবিপ্রবিতে প্রথমবারের মতো ‘ল্যাংগুয়েজ লেগেসি’ ম্যারাথন অনুষ্ঠিত -ছবি : বাসস
ঢাকা, ২২ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শরীরচর্চা বিষয়ক সংগঠন ‘সাস্ট ফিটনেস ক্লাব’র আয়োজনে প্রথমবারের মতো আয়োজিত হয়েছে ‘ল্যাংগুয়েজ লেগেসি রান ৭.৫ কে’ ম্যারাথন প্রতিযোগিতা।
আজ ভোর সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে ওয়ার্ম আপ সেশনের মধ্য দিয়ে শুরু হয় ম্যারাথনের কার্যক্রম। এরপর ৬টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর থেকে ম্যারাথন শুরু হয়ে শহরের পাঠানটুলা হয়ে আবার বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল গ্রাউন্ডে শেষ হয়।
প্রতিযোগিতায় সাস্টিয়ান ও ননসাস্টিয়ান দুই ক্যাটাগরিতে পুরুষ-নারী বিভাগে ৩টি করে মোট ১২টি পুরস্কার দেওয়া হয়।
প্রতিযোগিতায় সাস্টিয়ান পুরুষ ক্যাটাগরিতে প্রথম হয়েছেন সৈকত হাসান (২৯:২৪), দ্বিতীয় মামুন মিয়া (৩২:৫২), তৃতীয় মুন্না (৩৩:৩২)।
সাস্টিয়ান নারী ক্যাটাগরিতে প্রথমস্থান দখল করেছেন তানজিনা রহমান (৫২:১৮), দ্বিতীয় হয়েছেন কাজি ঝুমাইয়া হুসাইন (৫৬:০০), তৃতীয় শিনচন দেব স্বর্ণা (৫৯:০)।
ননসাস্টিয়ান পুরুষ ক্যাটাগরিতে প্রথম হয়েছেন দ্বীপ তালুকদার (২৭:১৩), দ্বিতীয় মো. জাহিদুল ইসলাম (২৮:০৫ এবং তৃতীয় হন শ্রী হৃদয় পার্থ (২৯:২৮)।
ননসাস্টিয়ান নারী ক্যাটাগরিতে প্রথমস হয়েছেন মাহবুবা রহমান মারিয়া (৩৮:০৮), দ্বিতীয় তাবাসসুম (৪৬:৫৮), তৃতীয় পান সুমা রায় চৌধুরী (৫৫:১৯)।
ম্যারাথন শেষে সকাল ৮টায় সাস্ট ফিটনেস ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং ক্লাবের সভাপতি আবু রাকিব হাসানের সঞ্চালনায় প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রত্যেককেই একটি করে মেডেল ও সার্টিফিকেট দেওয়া হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার, জেলা পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, ।
এসময় সকলকে পরিবেশ বিষয়ে সচেতন করতে অতিথিবৃন্দ এবং অংশগ্রহণকারী প্রত্যেককে একটি করে ফলের গাছ উপহার দেওয়া হয়।