বাসস
  ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪৯

অগ্রণী ব্যাংক বগুড়া অঞ্চলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

ছবি : বাসস
ঢাকা, ২২ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : অগ্রণী ব্যাংক পিএলসি বগুড়া অঞ্চলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে দিনব্যাপি অগ্রণী ব্যাংক, পিএলসি বগুড়া অঞ্চলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয়, অলিম্পিক ও প্রতিষ্ঠানিক পতাকা উত্তোলন করা হয়। বেলুন, ফেস্টুন ও কবুতর উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অগ্রণী ব্যাংক, পিএলসি বগুড়া অঞ্চল প্রধান উপ-মহাব্যবস্থাপক মহিরুজ্জামান। দিনব্যাপি ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অগ্রণী ব্যাংক, পিএলসি বগুড়া অঞ্চলের সকল শাখার কর্মকর্তার অংশগ্রহণ করেন। বিকেলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, বগুড়া পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন পশারী হিরু, অগ্রণী ব্যাংক পিএলসি বগুড়া অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক নার্গিস আখতার, সহকারী মহাব্যবস্থাপক জুলফিকার আলী আকন্দ প্রমুখ।