বাসস
  ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২২:০১
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২২:১৩

চ্যাম্পিয়ন্স ট্রফিতে সমান-সমান বাংলাদেশ-নিউজিল্যান্ড

ঢাকা, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে কাল মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। এই নিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে দেখা হচ্ছে দু’দলের।

আগের দু’বারের মোকাবেলায় একবার করে জিতেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।

২০০২ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম মুখোমুখি হয়  বাংলাদেশ-নিউজিল্যান্ড। শ্রীলংকার কলম্বোতে অনুষ্ঠিত ঐ ম্যাচে বাংলাদেশকে ১৬৭ রানের বড় ব্যবধানে হারায় নিউজিল্যান্ড।

প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে ২৪৪ রান করে নিউজিল্যান্ড। জবাবে ১৯ দশমিক ৩ ওভারে ৭৭ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ২০ রান করেন তুষার ইমরান।

এরপর চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে দ্বিতীয়বারের মত ১৫ বছর পর দেখা হয় বাংলাদেশ ও নিউজিল্যান্ডের। ২০১৭ সালে কার্ডিফের ঐ ম্যাচে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনালে উঠে টাইগাররা।

দুই ব্যাটারের হাফ-সেঞ্চুরিতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ২৬৫ রান করে নিউজিল্যান্ড। ২৬৬ রানের টার্গেটে খেলতে নেমে ৩৩ রানে ৪ উইকেট হারিয়ে খাদের কিনারায় ছিটকে পড়ে বাংলাদেশ।

তবে পঞ্চম উইকেটে ২০৯ বলে ২২৪ রানের অসাধারণ জুটিতে বাংলাদেশকে দুর্দান্ত জয়ের স্বাদ দেন সাকিব আল হাসান ও মাহমুদুদুল্লাহ রিয়াদ।
সাকিব ১১৫ বলে ১১৪ রানে থামলেও, ১০৭ বলে ১০২ রানের অনবদ্য ইনিংস খেলেন মাহমুদুল্লাহ।

প্রথমবারের মত আইসিসির কোন ইভেন্টের সেমিফাইনালে উঠলেও শেষ চারের লড়াইয়ে ভারতের কাছে ৯ উইকেটে হেরে যায় বাংলাদেশ।