বাসস
  ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫৯

চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ কার্সের, বদলি রেহান

চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ ইংল্যান্ডের পেসার কার্সের, বদলি লেগ-স্পিনার রেহান আহমেদ -ছবি : সংগৃহীত

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : পায়ের আঙুলের ইনজুরির কারণে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির চলতি আসরের মাঝপথে ছিটকে গেলে ইংল্যান্ডের পেসার ব্রাইডেন কার্স। তার বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন লেগ-স্পিনার রেহান আহমেদ। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

‘বি’ গ্রুপে আগামীকাল লাহোরে আফগানিস্তানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচের আগে কার্সকে হারানোর দুঃসংবাদ পেল ইংলিশরা।

আইসিসি জানিয়েছে, কার্সের বদলি হিসেবে রেহানকে দলে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

দেশের জার্সিতে এখন পর্যন্ত ৬ ওয়ানডেতে ১০ উইকেট শিকার করেছেন রেহান। সর্বশেষ ভারত সফরের দলেও ছিলেন তিনি। কিন্তু কোন ম্যাচ খেলার সুযোগ পাননি। আইসিসির ইভেন্টে প্রথমবারের খেলার সুযোগ তৈরি হয়েছে রেহানের সামনে।

চলতি আসরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের প্রথম ম্যাচে খেলেছিলেন কার্স। ৭ ওভারে ৬৯ রানে ১ উইকেট নেন তিনি।  ম্যাচে ৩৫১ রানের পুঁজি নিয়েও ৫ উইকেটে হেরে যায় ইংল্যান্ড।

সেমিফাইনালে দৌড়ে ভালোভাবে টিকে থাকতে হলে আফগানিস্তানের বিপক্ষে জিততে হবে ইংল্যান্ডকে। বাঁচা-মরার লড়াই আফগানদের জন্যও। কারণ নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ১০৭ রানে হারে আফগানিস্তান।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘এ’ গ্রুপ থেকে ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত ও নিউজিল্যান্ড। টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ ও স্বাগতিক পাকিস্তান।