শিরোনাম
ঢাকা, ২৬ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে অবনতি হয়েছে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদের। র্যাংকিংয়ে উন্নতি হয়েছে মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয় ও পেসার তাসকিন আহমেদ।
আজ র্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে আইসিসি।
চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে রানের খাতা খুলতে না পারলেও, দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ১১০ বলে ৭৭ রানের ইনিংস খেলেন শান্ত। কিন্তু ৭৭ রানের ইনিংস খেলার পরও র্যাংকিংয়ে দুই ধাপ পিছিয়ে ২৫ থেকে ২৭-এ নেমে গেছেন শান্ত। র্যাংকিং তালিকায় বাংলাদেশের পক্ষে সেরা অবস্থানে আছেন এই বাঁ-হাতি ব্যাটার।
৯ ধাপ পিছিয়ে ৪২ নম্বরে আছেন মুশফিক। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে শূন্য ও নিউজিল্যান্ডের বিপক্ষে ২ রান করেন মুশি।
৭ ধাপ পিছিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ আছেন ৪৩ নম্বরে। ইনজুরির কারণে ভারত ম্যাচে খেলতে পারেননি তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে ছয় নম্বরে নেমে ৪ রান করেন মাহমুদুল্লাহ।
ভারতের বিপক্ষে বাংলাদেশের হয়ে সেঞ্চুরি করেছিলেন হৃদয়। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭ রানে আউট হন তিনি। তারপরও ১৮ ধাপ এগিয়ে ৬৪তম স্থানে জায়গা করে নিয়েছেন হৃদয়।
বোলিংয়ে বাংলাদেশের হয়ে উন্নতি হয়েছে পেসার তাসকিনের। নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে ২টি উইকেট নেন তিনি। ছয় ধাপ এগিয়ে ৩০তম স্থানে উঠেছেন তাসকিন।
চার ধাপ পিছিয়ে ৩১তম স্থানে আছেন স্পিনার মেহেদি হাসান মিরাজ। চ্যাাম্পিয়ন্স ট্রফির দুই ম্যাচে কোন উইকেট পাননি তিনি।