বাসস
  ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১৩
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৫৫

জোড়া রেকর্ড ইব্রাহিমের

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রান এবং আফগানিস্তানের হয়ে ওয়ানডেতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন ইব্রাহিম -ছবি : সংগৃহীত

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড গড়লেন আফগানিস্তানের ওপেনার ইব্রাহিম জাদরান।

চলমান চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম ম্যাচে আজ লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে ১৪৬ বলে ১৭৭ রানের ইনিংস খেলেন ইব্রাহিম। এর মাধ্যমে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ রানের রেকর্ডের মালিক হন তিনি।

এতে ভেঙে যায় ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেটের রেকর্ড। গত ২২ ফেব্রুয়ারি লাহোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৬৫ রানের ইনিংস খেলেছিলেন ডাকেট। চার দিন পর ডাকেটের রেকর্ড ভাঙলেন ইব্রাহিম।

এছাড়াও আফগানিস্তানের হয়ে ওয়ানডেতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন ইব্রাহিম। এর আগের রেকর্ডটি ছিল তারই।

২০২২ সালে পাল্লেকেলেতে শ্রীলংকার বিপক্ষে ১৬২ রান করে রেকর্ডের মালিক হয়েছিলেন ইব্রাহিম। তিন বছর পর নতুন রেকর্ড গড়লেন তিনি।