বাসস
  ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১০
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২২

চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাই ম্যাচে দর্শকদের বিনামূল্যে ইফতার দিবে ইসিবি

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চলমান আসরের বাকী ম্যাচগুলোতে গ্যালারির দর্শকদের বিনামূল্যে ইফতার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

পাকিস্তান সফরে সরকারের অনুমতি না থাকায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের ম্যাচগুলো দুবাইয়ে খেলছে ভারত। ইতোমধ্যে দুবাইয়ে দু’টি ম্যাচ খেলেছে টিম ইন্ডিয়া। এখনও গ্রুপ পর্বের শেষ ও সেমিফাইনাল ম্যাচ খেলবে ভারত। ভারত ফাইনালে উঠলে শেষ  ম্যাচটিও দুবাইয়ে অনুষ্ঠিত হবে।

দুবাইয়ের বাকী ম্যাচগুলো পবিত্র রমজান মাসে অনুষ্ঠিত হবে। আসন্ন ম্যাচগুলোকে সামনে রেখে দুবাইয়ে গ্যালারির দর্শকদের বিনামূল্যে ইফতার দেওয়ার ঘোষণা দিয়েছে ইসিবি।

এক বিবৃতিতে ইসিবি জানিয়েছে, ‘রমজানের পবিত্র  চেতনাকে সমুন্নত রাখতে এমিরেটস ক্রিকেট বোর্ড চ্যাম্পিয়নস ট্রফিতে দুবাইয়ে বাকি ম্যাচগুলোয় রোজাদার দর্শকের জন্য বিশেষ ইফতারি বক্স সরবরাহ করা হবে।’

তারা আরও বলেছে, ‘আগামী ২ মার্চ ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। ঐ ম্যাচ দিয়ে দর্শকদের ইফতার দেওয়া শুরু করবে ইসিবি। স্টেডিয়ামের হসপিটালিটি বক্সের বাইরে সব জায়গায় রোজা ভাঙার সময় হওয়ার আগে ইফতারি বক্স সরবরাহ করা হবে।’