বাসস
  ০২ মার্চ ২০২৫, ১৭:২৫

বেতিসের কাছে হার রিয়ালের, শীর্ষে উঠল অ্যাথলেটিকো

বেতিসের কাছে হার রিয়ালের, শীর্ষে উঠল অ্যাথলেটিকো - ছবি : সংগৃহীত

ঢাকা, ২ মার্চ, ২০২৫ (বাসস) : এগিয়ে থেকেও স্প্যানিশ ফুটবল লিগে ২৬তম রাউন্ডের ম্যাচে হারলো বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। গতরাতে অনুষ্ঠিত ম্যাচে রিয়াল বেতিসের কাছে ২-১ গোলে হারল রিয়াল।  

একই রাতে অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে ১-০ গোলে জিতে টেবিলের শীর্ষে উঠেছে অ্যাথলেটিকো মাদ্রিদ। এর ফলে ২৬ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে অ্যাথলেটিকো। সমানসংখ্যক ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে আছে রিয়াল। এক ম্যাচ কম খেলে ৫৪ পয়েন্ট নিয়ে গোল গড়ে এগিয়ে থেকে দ্বিতীয়স্থানে আছে বার্সেলোনা। ২৬ রাউন্ডের ম্যাচে জয় পেলেই এককভাবে শীর্ষে উঠবে বার্সা।

বেতিসের মাঠে দশম মিনিটেই এগিয়ে যায় রিয়াল। কিলিয়ান এমবাপ্পে ও মেন্ডির গড়ে ওঠা সম্মিলিত আক্রমণ থেকে গোল করেন ব্রাহিম দিয়াজ।

১-০ গোলে পিছিয়ে পড়ে প্রথমার্ধেই গোল পরিশোধ করে বেতিস। ৩৪ মিনিটে ইসকোর কর্নারে হেডে সমতা আনেন জনি কার্দোসো। ১-১ সমতা নিয়ে ম্যাচের বিরতিতে যায় দু’দল।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য মরিয়া ছিলো রিয়াল ও বেতিস। কিন্তু গোলের আনন্দে মেতে উঠে বেতিস।

৫৪ মিনিটে রিয়ালের ডি-বক্সে বল নিয়ে ঢুকে পড়েন বেতিসের মিডফিল্ডার  রদ্রিগেজ। পেছন থেকে রদ্রিগেজকে আন্টোনিও রুডিগার ধাক্কা দিয়ে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি থেকে গোল করেন ইসকো।

শেষ পর্যন্ত ২-১ গোলে এগিয়ে থেকে ম্যাচ শেষ করে পূর্ণ তিন পয়েন্ট পায় বেতিস।

অন্য ম্যাচে, জুলিয়ান আলভারেজের একমাত্র গোলে অ্যাথলেটিক ক্লাবকে হারায় অ্যাথলেটিকো মাদ্রিদ। ম্যাচের ৬৬ মিনিটে গোলটি করেন আলভারেজ।