বাসস
  ০৪ মার্চ ২০২৫, ১৭:২১

মে মাসে বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড ‘এ’ দল

ঢাকা, ৪ মার্চ ২০২৫ (বাসস) : এ বছরের মে মাসে বাংলাদেশ সফর করবে নিউজিল্যান্ড ‘এ’ দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে আজ একথা জানানো হয়েছে।

এই সফরে একটি ওয়ানডে এবং চার দিনের ম্যাচের সিরিজ খেলবে নিউজিল্যান্ড। সফরের পূর্ণাঙ্গ সূচি পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছে বিসিবি।

বিসিবির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এই সফরকে সামনে রেখে ভেন্যু পরিদর্শন এবং অনুশীলন ব্যবস্থা নিয়ে আলোচনা করার জন্য দুই দিনের জন্য বাংলাদেশে এসেছেন নিউজিল্যান্ড ক্রিকেটের দুই কর্মকর্তা।