বাসস
  ০৪ মার্চ ২০২৫, ১৭:২৬

গ্রুপ পর্বে সর্বোচ্চ রান ডাকেটের, উইকেট হেনরির

ঢাকা, ৪ মার্চ ২০২৫ (বাসস) : আজ থেকে চলমান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল পর্ব শুরু হচ্ছে। গ্রুপ পর্বে সর্বোচ্চ রান করেছেন সেমিফাইনালের আগেই বাদ পড়ে যাওয়া ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেট। ৩ ম্যাচের ৩ ইনিংসে ১টি সেঞ্চুরিতে ২২৭ রান করেছেন তিনি।

দ্বিতীয় সর্বোচ্চ রানও ইংল্যান্ডের ব্যাটার জো রুটের। ৩ ইনিংসে ১টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে ২২৫ রান করেন রুট।

তৃতীয়স্থানে আছেন গ্রুপ পর্ব থেকে বাদ পড়া আফগানিস্তানের ইব্রাহিম জাদরান। ৩ ইনিংসে ১টি শতকে ২১৬ রান করেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে ১৭৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। যা চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রান।

চতুর্থ ও পঞ্চমস্থানে আছে দুই সেমিফাইনালিষ্ট নিউজিল্যান্ডের টম লাথাম ও ভারতের শ্রেয়াস আইয়ার। ৩ ইনিংসে ১টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে ১৮৭ রান করেছেন লাথাম। ২টি হাফ-সেঞ্চুরিতে ৩ ইনিংসে ১৫০ রান করেছেন আইয়ার।

বোলিংয়ে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি। ৩ ইনিংসে ৮ উইকেট নেন তিনি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে ৪২ রানে ৫ উইকেট নেন হেনরি।

দ্বিতীয় সর্বোচ্চ ৭ উইকেট নিয়েছেন আফগানিস্তানের আজমতুল্লাহ ওমরজাই। এরপর ৬টি করে উইকেট শিকার করেছেন অস্ট্রেলিয়ার বেন ডোয়ার্শিস, নিউজিল্যান্ডের উইল ও’রুর্ক এবং ইংল্যান্ডের জোফরা আর্চার। 

গ্রুপ পর্বের  শীর্ষ পাঁচ ব্যাটার :

ব্যাটার    ম্যাচ/ইনিংস    রান    গড়

বেন ডাকেট (ইংল্যান্ড)    ৩/৩    ২২৭    ৭৫.৬৬
জো রুট (ইংল্যান্ড)    ৩/৩    ২২৫    ৭৫.০০
ইব্রাহিম জাদরান (আফগানিস্তান)    ৩/৩    ২১৬    ৭২.০০
টম লাথাম (নিউজিল্যান্ড)    ৩/৩    ১৮৭    ৯৩.৫০
শ্রেয়াস আইয়ার (ভারত)    ৩/৩    ১৫০    ৫০.০০

গ্রুপ পর্বের শীর্ষ পাঁচ বোলার :

বোলার    ম্যাচ/ইনিংস    রান    উইকেট

ম্যাট হেনরি (নিউজিল্যান্ড)    ৩/৩    ১২৪    ৮
আজমতুল্লাহ ওমরজাই (আফগানিস্তান)    ৩/৩    ১৪০    ৭
বেন ডোয়ার্শিস (অস্ট্রেলিয়া)    ২/২    ১১৩    ৬
উইল ও’রুর্ক (নিউজিল্যান্ড)    ৩/৩    ১৪২    ৬
জোফরা আর্চাও (ইংল্যান্ড)    ৩/৩    ২০১    ৬