বাসস
  ০৬ মার্চ ২০২৫, ১৯:৪৫

মুশফিককে মোহামেডান খেলোয়াড়দের ‘গার্ড অব অনার’

মুশফিককে মোহামেডান খেলোয়াড়দের ‘গার্ড অব অনার’ -ছবি : সংগৃহীত

ঢাকা, ৬ মার্চ ২০২৫ (বাসস) : গতরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়ানডে ক্রিকেট অবসরের ঘোষণা দেন বাংলাদেশ ক্রিকেট দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।

আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচ শুরুর আগে মুশফিককে ‘গার্ড অব অনার’ দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা। চলতি মৌসুমে মোহামেডানের হয়ে খেলছেন মুশফিক।

ম্যাচ শুরুর আগে দুই সারিতে দাঁড়িয়ে মুশফিককে ‘গার্ড অব অনার’ দেন মোহামেডানের খেলোয়াড়রা।

বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ ২৭৪ ম্যাচ খেলে মুশফিক  দ্বিতীয় সর্বোচ্চ ৭ হাজার ৭৯৫ রান করেছেন তিনি।

তিন ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের সেরা উইকেটরক্ষক মুশফিক। ওয়ানডে ক্যারিয়ারে ২৭৪ ম্যাচে ২৪১ ক্যাচ ও ৫৬টি স্টাম্প আউট করেছেন তিনি। ওয়ানডেতে ইতিহাসে সর্বোচ্চ ডিসমিসালে পঞ্চম স্থানে আছেন মুশি।

ওয়ানডেতে বাংলাদেশকে ৩৭ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মুশফিক। তার নেতৃত্বে ১১টিতে জয়, ২৪টিতে হেরেছে এবং ২টি ম্যাচ পরিত্যক্ত হয়।