বাসস
  ০৬ মার্চ ২০২৫, ১৯:৫৩

কষ্টার্জিত জয় বার্সেলোনা ও লিভারপুলের

ঢাকা, ৬ মার্চ ২০২৫ (বাসস) : চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে কষ্টার্জিত জয় পেয়েছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ও ইংলিশ ক্লাব লিভারপুল।

গতরাতে অনুষ্ঠিত ম্যাচে বার্সেলোনা ১-০ গোলে বেনফিকাকে এবং লিভারপুল একই ব্যবধানে প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) হারিয়েছে।

বেনফিাকার মাঠে ২২ মিনিটে বড় ধাক্কা খায় বার্সেলোনা। ডিফেন্ডার পাউ কুবার্সি লাল কার্ড দেখলে দশ জনের দলে পরিণত হয় বার্সা।

চাপে পড়েও ভড়কে যায়নি বার্সেলোনা। গোলের জন্য মরিয়াই ছিল তারা। কিন্তু প্রথমার্ধে কোন গোল হয়নি ।

দ্বিতীয়ার্ধের শুরুতে না পারলেও ৬১ মিনিটে বার্সেলোনাকে এগিয়ে দেন রাফিনহা। প্রতিপক্ষ ডিফেন্ডারের ভুলে বল পেয়ে দারুণ শটে গোল করেন রাফিনহা। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে ২৫তম গোল করলেন তিনি।

রাফিনহার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থাকার লিড শেষ পর্যন্ত ধরে রেখে জয়ের স্বাদ নেয় বার্সেলোনা।

আরেক ম্যাচে পিএসজির মাঠে খেলতে নামে লিভারপুল। ঘরের মাঠের সুবিধা নিয়ে ৭১ শতাংশ বল দখলে রেখেও গোলের দেখা পায়নি পিএসজি। ২৭টি শট নিয়ে মাত্র ১১টি লক্ষ্যে রাখতে পারে পিএসজি। অন্যদিকে, মাত্র দু’বার গোলে শট নিতে পারে লিভারপুল।

এরমধ্যে ৮৭ মিনিটেই ম্যাচের একমাত্র গোল করে জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল। আলিসনের উঁচু পাস থেকে বল পান নুনেস। সামনে থাকা ২১ বছর বয়সী এলিয়টকে পাস দেন নুনেস। বল পেয়েই দারুণ শটে গোল করেন মোহাম্মদ সালাহর বদলি হিসেবে ৪৭ সেকেন্ড আগে মাঠে নামা হার্ভে এলিয়ট। এই গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।

অন্য এক ম্যাচে বায়ার্ন মিউনিখ ৩-০ গোলে হারিয়েছে বায়ার লেভারকুজেনকে। দলের হয়ে হ্যারি কেন দু’টি ও জামাল মুসিয়ালা ১টি গোল করেন।

আগামী মঙ্গলবার ফিরতি লিগে নিজেদের ম্যাচ খেলতে নামবে বার্সেলোনা, লিভারপুল ও মিউনিখ।