শিরোনাম
ঢাকা, ৭ মার্চ ২০২৫ (বাসস) : দুই ব্যাটার মাহফিজুল ইসলাম ও মিজানুর রহমানের জোড়া সেঞ্চুরিতে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ক্রিকেটে প্রথম জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন।
লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ ব্রাদার্স ৭ উইকেটে হারিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে।
সাভারে বিকেএসপির চার নম্বর মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪২ রানে ২ উইকেট হারায় শাইনপুকুর। এরপর মিডল অর্ডারে অনিক সরকার সেতু, রহিম আহমেদ ও অধিনায়ক রায়ান রহমানের ব্যাটিং দৃঢ়তায় ৫০ ওভারে ৯ উইকেটে ২৮৮ রান করে শাইনপুকুর।
সেতু ৪০, রহিম সর্বোচ্চ ৯৫ ও রায়ান ৪৭ রান করেন। ৯৬ বল খেলে ৫টি করে চার-ছক্কা মারেন রহিম। ব্রাদার্স ইউনিয়নের আল-আমিন হোসেন ৫০ রানে ৫ উইকেট নেন।
জবাবে দ্বিতীয় ওভারে উইকেট হারালেও মাহফিজুল ও মিজানুরের জোড়া সেঞ্চুরিতে জয়ের পথ সহজ হয় ব্রাদার্সের। দ্বিতীয় উইকেটে ২৬৩ রান যোগ করেন মাহফিজুল -মিজানুর।
৫টি চার ও ৪টি ছক্কায় ১২৭ বলে ১১৪ রান করেন মাহফিজুল। ১০টি চার ও ৫টি ছক্কায় ১২৯ বলে ১৩৬ রানে আহত অবসর নেন মিজানুর।
চতুর্থ উইকেটে অধিনায়ক মাইশুকুর ১৭ ও অলক কাপালি ৯ রানে অপরাজিত থেকে ব্রাদার্সের জয় নিশ্চিত করেন। ম্যাচের সেরা খেলোয়াড় হন মিজানুর।
শাইনপুকুরের রহিম ২ উইকেট নেন।