বাসস
  ০৭ মার্চ ২০২৫, ১৯:৪৮

তোফায়েলের নৈপুণ্যে প্রথম জয় গাজী গ্রুপের

ঢাকা, ৭ মার্চ ২০২৫ (বাসস) : তোফায়েল আহমেদের অলরাউন্ড নৈপুণ্যে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ক্রিকেটে প্রথম জয়ের স্বাদ পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে গাজী গ্রুপ ৪ উইকেটে হারিয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে অধিনায়ক ইমরুল কায়েস ও অমিত হাসানের জোড়া হাফ-সেঞ্চুরিতে ৪৬ দশমিক ২ ওভারে ২১৬ রানে অলআউট হয় অগ্রণী ব্যাংক।

অমিত ১০টি চারে ১১১ বলে সর্বোচ্চ ৮৯ রান করেন। ৫টি চার ও ২টি ছক্কায় ৬১ বলে ৫০ রানে আউট হন ইমরুল।

গাজী গ্রুপের আব্দুল গাফফার সাকলাইন ৩টি, তোফায়েল ও মুকিদুল ২টি করে উইকেট নেন।

জবাবে সাদিকুর রহমান ও তোফায়েলের হাফ-সেঞ্চুরিতে ১৪ বল বাকী থাকতে জয় নিয়ে মাঠ ছাড়ে গাজী গ্রুপ। ১০টি চার ও ২টি ছক্কায় সাদিক ৯৬ বলে ৮৯ এবং তোফায়েল ৬টি চার ও ২টি ছক্কায় ৬৪ বলে ৫২ রান করেন। ম্যাচ সেরা হন তোফায়েল।