শিরোনাম
ঢাকা, ৯ মার্চ ২০২৫ (বাসস) : অধিনায়ক তামিম ইকবালের সেঞ্চুরিতে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) টানা দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
আজ তৃতীয় রাউন্ডের ম্যাচে মোহামেডান ৭ উইকেটে হারিয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে। ১১২ বলে ১২৫ রানের অনবদ্য ইনিংস খেলেন তামিম।
সাভার বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৫৩ রানের সূচনা করেছিল পারটেক্স। এরপর মোহামেডানের দুই স্পিনার তাইজুল ইসলাম ও নাসুম আহমেদের ঘূর্ণিতে ৯০ রানে চতুর্থ উইকেট হারায় তারা।
পঞ্চম উইকেটে ৮২ রানের জুটিতে দলকে চাপমুক্ত করেন আহরার আমিন ও জাওয়াদ মোহাম্মদ।
আহরার ৮৬ বলে ৭৮ এবং জাওয়াদ ৪২ রানে থামলে পারটেক্সের হয়ে বড় ইনিংস খেলতে পারেনি আর কোন ব্যাটার। এতে ৪৬.৩ ওভারে ২১৮ রানে অলআউট হয় পারটেক্স।
তাইজুল ৪টি ও নাসুম ৩টি উইকেট নেন।
জবাবে ৩৫ রানে ২ উইকেট পতনের পর তাওহিদ হৃদয়কে নিয়ে ৬৫ রানের জুটি গড়েন তামিম। দলীয় ১০০ রানে আউট হন হৃদয়। ৩৭ রান করেন তিনি।
হৃদয় ফেরার পর মুশফিকুর রহিমকে নিয়ে ১২২ রানের অবিচ্ছিন্ন জুটিতে মোহামেডানের জয় নিশ্চিত করেন তামিম। ১২৫ রানে অপরাজিত থাকেন তামিম। ১১২ বল খেলে ১১টি চার ও ৫টি ছক্কা মারেন তিনি। ৪টি চারে ৩৫ রানে অপরাজিত থাকেন মুশফিক।
৩ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে উঠল মোহামেডান। সমানসংখ্যক ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের নবমস্থানে আছে পারটেক্স।