বাসস
  ১০ মার্চ ২০২৫, ২০:৪৫

ডিপিএল: ধানমন্ডির প্রথম হারে টানা দ্বিতীয় জয় গাজী গ্রুপের

ঢাকা, ১০ মার্চ ২০২৫ (বাসস) : ব্যাটার-বোলারদের দুর্দান্ত নৈপুন্যে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) টানা দ্বিতীয় জয়ের স্বাদ নিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। 

আজ তৃতীয় রাউন্ডের ম্যাচে গাজী গ্রুপ ১৭৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে ধানমন্ডি স্পোটর্স ক্লাবকে। প্রথম দুই ম্যাচ জয়ের পর তৃতীয় ম্যাচে এসে হারল ধানমন্ডি। 

সাভার বিকেএসপির চার নম্বর মাঠে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৮৩ রানের  সূচনা করে গাজী গ্রুপ। ৩০ রান কওে স্পিনার সানজামুল ইসলামের শিকার হন ওপেনার সাদিকুর রহমান।

এরপর হাফ-সেঞ্চুরি করেন আরেক ওপেনার ও অধিনায়ক এনামুল হক এবং তিন নম্বরে নামা শামসুর রহমান। ৫টি চার ও ৩টি ছক্কায় এনামুল ৬৯ এবং ৩টি চার ও ১টি ছক্কায় শামসুর ৬০ রান করেন। দুই ব্যাটারই সানজামুলের শিকার হন।

মিডল অর্ডারে আমিনুল ইসলামের ৪৪, তোফায়েল আহমেদের ২০ বলে অপরাজিত ৩৩ এবং আব্দুল গাফফার সাকলাইনের ১৭ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংসের সুবাদে ৫০ ওভারে ৭ উইকেটে ২৯৮ রানের বড় সংগ্রহ পায় গাজী গ্রুপ। 

ধানমন্ডির সানজামুল ৫১ রানে ৪ উইকেট নেন। 

জবাবে গাজী গ্রুপের বোলারদের সামনে নিজেদের মেলে ধরতে পারেনি ধানমন্ডির ব্যাটাররা। ৩২ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে তারা। শুরুর ধাক্কা সামলে উঠতে না পারলে ৩৪.২ ওভারে ১২৩ রানে অলআউট হয় ধানমন্ডি। 

দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন অধিনায়ক নুুরুল হাসান। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেন মঈন খান। গাজী গ্রুপের ওয়াসি সিদ্দিক ২৯ রানে ৩ উইকেট নেন। 

৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে উঠল গাজী। ম্যাচ ও পয়েন্টের গাজীর সমান হলেও রান রেটে পিছিয়ে ষষ্ঠস্থানে আছে ধানমন্ডি।  

দিনের আরেক ম্যাচে অগ্রনী ব্যাংক ক্রিকেট ক্লাব ৬ উইকেটে হারিয়েছে গুলশান ক্রিকেট ক্লাবকে।