শিরোনাম
ঢাকা, ১০ মার্চ ২০২৫ (বাসস) : ইতালি ও জুভেন্টাসের তারকা গোলরক্ষক গিয়ানলুইগি বুফনের ছেলে লুইস বুফনের পেশাদার ফুটবলে অভিষেক হয়েছে। ইতালিয়ান সিরি-বি লিগে পিসার হয়ে ১৭ বছর বয়সে মাঠে নামেন লুইস।
ম্যাচের ৮৪ মিনিটে বদলী বেঞ্চ থেকে মাঠে নামেন জুনিয়র বুফন। স্পেজিয়ার বিপক্ষে ম্যাচটিতে তার দল ৩-২ গোলে পরাজিত হয়। জাতীয় দলে বাবার সতীর্থ ফিলিপো ইনজাগিকে কোচ হিসেবে ক্লাবে পেয়েছেন লুইস।
এই মুহূর্তে ইতালিয়ান দ্বিতীয় বিভাগ টেবিলে পিসা দ্বিতীয় স্থানে রয়েছে। ১৯৯১ সালের পর প্রথমবারের মত শীর্ষ লিগে ওঠার হাতছানি এখন তাদের সামনে।
তুরিনে জন্ম নেয়া লুইস বুফন অবশ্য সম্প্রতি চেক প্রজাতন্ত্রের জাতীয় দলকে প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নিয়েছেন। লুইসের মা চেকের নাগরিক। গত মাসে চেক অনুর্ধ্ব-১৮ দলে লুইস ডাকও পেয়েছেন।