বাসস
  ১৩ মার্চ ২০২৫, ১৯:৫৭

দ্বিতীয় জয় গুলশানের

ঢাকা, ১৩ মার্চ ২০২৫ (বাসস) : পেসার আসাদুজ্জামান পায়েলের বোলিং এবং ওপেনার জাওয়াদ আবরারের হাফ-সেঞ্চুরিতে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দ্বিতীয় জয়ের স্বাদ নিল নবাগত গুলশান ক্রিকেট ক্লাব। 

লিগে নিজেদের চতুর্থ ম্যাচে আজ গুলশান ৬ উইকেটে হারিয়েছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে। এর আগে প্রথম ম্যাচে শক্তিশালী মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চমক দেখায় গুলশান। এরপর দুই ম্যাচ হারের পর অবশেষে জয়ের দেখা পেল তারা। ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তমস্থানে আছে গুলশান। ৪ ম্যাচের সবগুলোতে হেরে টেবিলের তলানিতে রূপগঞ্জ টাইগার্স। 

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ওপেনার অমিত মজুমদারের হাফ-সেঞ্চুরিতে ৫০ ওভারে ৯ উইকেটে ২২৮ রান করে রূপগঞ্জ টাইগার্স। 

১০টি চার ও ১টি ছক্কায় ১০৮ বলে ৮৮ রানের ইনিংস খেলেন অমিত। ৩২তম ওভারে দলীয় ১৫১ রানে আউট হন তিনি। 

এরপর আট নম্বরে নামা আরিফুল হকের ৪০ রানের সুবাদে লড়াকু পুঁজি পায় রূপগঞ্জ টাইগার্স। পায়েল ৫৩ রানে ৪টি ও নিহাদুজ্জামান ৪৫ রানে ৩ উইকেট নেন।

২২৯ রানের টার্গেটে ৮৫ বলে ৯৫ রানের সূচনা পায় গুলশান। ৪টি চার ও ২টি ছক্কায় ৩৭ বলে ৪০ রানে আউট হন অধিনায়ক আজিজুল হাকিম। 

হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে ৬৭ রানে থামেন আবরার। ৭৫ বল খেলে ৯টি চার মারেন তিনি।

এরপর খালিদ হাসান ৪৩ ও নাইম ইসলাম ২১ রানে থামলে পঞ্চম উইকেটে ৪৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে গুলশানের জয় নিশ্চিত করেন ইফতেখার আহমেদ ইফতি ও হাবিবুর শেখ মুন্না। ইফতি ২৫ ও মুন্না ২৪ রানে অপরাজিত ছিলেন।

মাহমুদুল হাসান ৩ উইকেট নেন।