শিরোনাম
ঢাকা, ১৬ মার্চ ২০২৫ (বাসস) : ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) টানা দ্বিতীয় জয় পেয়েছে গুলশান ক্রিকেট ক্লাব।
লিগে নিজেদের পঞ্চম ম্যাচে আজ গুলশান ৫৭ রানে হারিয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে। এই জয়ে ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে উঠল গুলশান। সমানসংখ্যক ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের দশম স্থানে আছে পারটেক্স।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে অধিনায়ক আজিজুল হাকিমের হাফ-সেঞ্চুরিতে ৫০ ওভারে ৯ উইকেটে ২২১ রানের সংগ্রহ পায় গুলশান।
ওপেনার হিসেবে নেমে ৬টি চার ও ৩টি ছক্কায় ৭৯ বলে ৬২ রান করেন আজিজুল।
এছাড়াও ইফতিখার হোসেন ইফতি ৩২, নাইম ইসলাম ২৭ ও মেহেদি হাসান ২৩ রান করেন। পারটেক্সের তওফিক আহমেদ ৩ উইকেট নেন।
জবাবে গুলশান বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪৩ দশমিক ২ ওভারে ১৬৪ রানে অলআউট হয় পারটেক্স। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন রবিউল ইসলাম রবি। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করেন উইকেটরক্ষক জয়রাজ শেখ।
গুলশানের আসাদুজ্জামান পায়েল-নিহাদুজ্জামান ও নাইম ২টি করে উইকেট নেন।
ম্যাচ সেরা হন গুলশানের আজিজুল।