বাসস
  ১৭ মার্চ ২০২৫, ১৭:১০

পিএসএল ছেড়ে আইপিএলে যোগ দেওয়ায় বশকে আইনি নোটিশ পিসিবির

ঢাকা, ১৭ মার্চ ২০২৫ (বাসস) : পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছেড়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) যোগ দেওয়ায় দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার কর্বিন বশকে আইনি নোটিশ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

পিসিবি জানিয়েছে, পিএসএলে খেলার চুক্তির শর্ত ভঙ্গ করেছেন বশ। 

গত জানুয়ারিতে অনুষ্ঠিত পিএসএলের প্লেয়ার্স ড্রাফট থেকে বশকে দলে ভেড়ায় পেশাওয়ার জালমি। কিন্তু আগামী ১১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া পিএসএলে খেলবেন না বশ। কারণ ২২ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএলে খেলবেন তিনি। 

দক্ষিণ আর্ফ্রিকার লিজাড উইলিয়ামসের ইনজুরিতে মুম্বাই ইন্ডিয়ান্সে খেলার সুযোগ পেয়েছেন বশ। পিএসএল ছেড়ে আইপিএলে খেলার সিদ্ধান্ত নেওয়ায় বশকে আইনি নোটিশ দিয়েছে পিসিবি।

এক বিবৃতিতে পিসিবি বলেছে, ‘বশের এজেন্টের মাধ্যমে তাকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। তার পেশাগত দায়বদ্ধতা ও চুক্তির শর্তাবলি ভঙ্গের যৌক্তিকতা ব্যাখ্যা করতে বলা হয়েছে। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পরিণাম কি হতে পারে, সেটি তাকে জানিয়ে দিয়ে উত্তর দিতে সময় বেঁধে দেওয়া হয়েছে। এই বিষয়ে আর কোন মন্তব্য করবে না পিসিবি।’

সব মিলিয়ে ৮৬ টি-টোয়েন্টিতে ৫৯ উইকেট নিয়েছেন বশ। এছাড়াও ৬৬৩ রান করেছেন তিনি। দেশের হয়ে ১ টেস্ট ও ২টি ওয়ানডে খেলেছেন ৩০ বছর বয়সী বশ।