শিরোনাম
ঢাকা, ২০ মার্চ ২০২৫ (বাসস) : আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে উন্নতি করেছেন নিউজিল্যান্ডের তিন ক্রিকেটার টিম সেইফার্ট, ফিন অ্যালেন ও জ্যাকব ডাফি।
পাকিস্তানের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে দারুণ পারফরমেন্সের সুবাদে ব্যাটিং তালিকায় বিশ ধাপ এগিয়ে ১৩তমস্থানে উঠেছেন ওপেনার সেইফার্ট। দুই ম্যাচে যথাক্রমে- ২৯ বলে ৪৪ এবং ২২ বলে ৪৫ রান করেন সেইফার্ট।
ওপেনিংয়ে সেইফার্টের সঙ্গী অ্যালেন দুই ম্যাচে যথাক্রমে- ১৭ বলে ২৯ এবং ১৬ বলে ৩৮ রান করেছেন। আট ধাপ এগিয়ে ১৮তম স্থানে জায়গা করে নিয়েছেন অ্যালেন।
বোলারদের র্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন ডাফি। ২৩ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ১২তমস্থানে আছেন ডাফি। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ১৪ রানে ৪ উইকেট নেন তিনি। যা তার ক্যারিয়ার সেরা বোলিং ফিগার। সিরিজের দ্বিতীয় ম্যাচে ২০ রানে ২ উইকেট নেন ডাফি।
দ্বিতীয় ম্যাচে ২৩ রানে ২ উইকেট নিয়ে ২২ ধাপ উন্নতি হয়েছে নিউজিল্যান্ডের আরেক পেসার বেন সিয়ার্সের। ৬৭তম স্থানে উঠে এসেছেন তিনি। দুই ধাপ উন্নতিতে ৩৬তম স্থানে উঠেছে নিউজিল্যান্ড স্পিনার ইশ সোধি।
টি-টোয়েন্টি ফরম্যাটে ব্যাটারদের তালিকায় অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড, বোলারদের তালিকায় ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন এবং অলরাউন্ডার তালিকায় ভারতের হার্দিক পান্ডিয়া শীর্ষে আছেন।