শিরোনাম
ঢাকা, ২১ মার্চ ২০২৫ (বাসস) : ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ক্রিকেটে টানা ষষ্ঠ জয় পেয়েছে আবাহনী লিমিটেড।
লিগে নিজেদের সপ্তম ম্যাচে আজ আবাহনী ২ উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে। এই জয়ে ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই আছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। সমানসংখ্যক ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে গাজী গ্রুপ।
সাভারে বিকেএসপির চার নম্বর মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতার মাঝেও এক প্রান্ত আগলে লড়াই করেছেন গাজী গ্রুপের অধিনায়ক এনামুল হক বিজয়।
দলীয় ১৪০ রানে বিজয় ফেরার পর গাজী গ্রুপের বড় সংগ্রহের আশা শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত ৩৫ দশমিক ১ ওভারে ১৯৯ রানে অলআউট হয় তারা।
হাফ-সেঞ্চুরির ইনিংসে ৬টি চার ও ৩টি ছক্কায় ৭৬ বলে ৬৮ রান করেন বিজয়। এছাড়াও ওয়াসি সিদ্দিক ৪২ রান করেন।
আবাহনীর অকেশনাল স্পিনার মোমিনুল হক ৩৮ রানে ৪ উইকেট নেন।
জবাবে ১৬ রানে ২ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে আবাহনী। দ্বিতীয় উইকেটে ১৩১ রানের জুটিতে দলের রান ১৪০ পার করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ মিথুন।
২৫তম ওভারে ১৪৮ রানের মধ্যে মিথুন-শান্ত ফেরার পর চাপে পড়ে আবাহনী। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৮ উইকেটে ১৯৮ রানে পরিণত হয় তারা। শেষ পর্যন্ত স্বস্তির জয় পায় আবাহনী।
শান্ত ৪৩ রানে থামলেও ৫টি চার ও ৪টি ছক্কায় দলের পক্ষে সর্বোচ্চ ৭৬ রানে আউট হন মিথুন। এছাড়া মোসাদ্দেক হোসেন ১৮ ও মোমিনুল ২৪ রান করেন। গাজীর শেখ পারভেজ জীবন ৩টি উইকেট নেন। ম্যাচ সেরা হন মোমিনুল।