বাসস
  ২২ মার্চ ২০২৫, ১৭:৪২

মাঠে ফেরা হচ্ছে না হেনরির

পাকিস্তানের বিপক্ষে চতুর্থ ম্যাচ দিয়ে মাঠে ফেরার কথা ছিল নিউজিল্যান্ড পেসার ম্যাট হেনরির। কিন্তু ডান কাঁধের ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হতে না পারায় মাঠে ফেরা হচ্ছে না তার -ছবি : সংগৃহীত

ঢাকা, ২২ মার্চ ২০২৫ (বাসস) : পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচ দিয়ে মাঠে ফেরার কথা ছিল নিউজিল্যান্ড পেসার ম্যাট হেনরির। কিন্তু ডান কাঁধের ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হতে না পারায় মাঠে ফেরা হচ্ছে না তার। এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। 

এনজেডসি জানায়, ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষে শেষ দুই ম্যাচে খেলতে পারবেন না হেনরি। পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন তিনি। 

সর্বশেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে ক্যাচ নেয়ার সময় ডান কাঁধে আঘাত পান হেনরি। ইনজুরির কারণে ভারতের বিপক্ষে ফাইনাল খেলতে পারেননি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ ১০ উইকেট শিকারী এই পেসার। 

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচের জন্য দলে ছিলেন হেনরি। সিরিজের চতুর্থ ম্যাচ দিয়ে মাঠে ফেরার কথা ছিল তার। কিন্তু সেটি আর হচ্ছে না। 

হেনরির বিকল্প হিসেবে দলে থাকছেন জাকারি ফকস। শুধুমাত্র সিরিজের প্রথম তিন ম্যাচের জন্য দলে নেওয়া হয়েছিল তাকে। এবার সিরিজের শেষ দুই ম্যাচও খেলবেন ফকস। প্রথম দুই ম্যাচে ৪৩ রানে ১ উইকেট নেন এই ডান-হাতি পেসার। তৃতীয় ম্যাচে খেলার সুযোগ পাননি ফকস। 

দলে জায়গা ধরে রেখেছেন উইল ও’রুর্ক। শুধুমাত্র সিরিজের প্রথম তিন ম্যাচের দলে ছিলেন তিনি। কিন্তু কোন ম্যাচ খেলার সুযোগ হয়নি এই পেসারের। সিরিজের শেষ দুই ম্যাচেও রাখা হয়েছে ও’রুর্ককে।

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম তিন ম্যাচেই খেলেছেন অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল, স্পিনার ইশ সোধি ও পেসার জ্যাকব ডাফি। দু’টি করে ম্যাচ খেলেন জেমস নিশাম ও বেন সিয়ার্স। 

সিরিজের প্রথম তিন ম্যাচ শেষে ২-১ ব্যবধানে এগিয়ে নিউজিল্যান্ড। আগামীকাল চতুর্থ ও ২৬ মার্চ সিরিজের পঞ্চম ম্যাচ অনুষ্ঠিত হবে। 

নিউজিল্যান্ড দল : মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), ফিন অ্যালেন, মিচেল হে (উইকেটরক্ষক), টিম রবিনসন, টিম সেইফার্ট (উইকেটরক্ষক), মার্ক চ্যাপম্যান, জাকারি ফকস, ড্যারিল মিচেল, জেমস নিশাম, জ্যাকব ডাফি, উইল ও’রুর্ক, বেন সিয়ার্স ও ইশ সোধি।