বাসস
  ২৫ মার্চ ২০২৫, ২২:০৫

কেপিজে ছেড়ে এভারকেয়ার হাসপাতাল যাচ্ছেন তামিম

ঢাকা, ২৫ মার্চ ২০২৫ (বাসস) : গাজীপুরের কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ছেড়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে যাচ্ছেন বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবাল। হার্ট অ্যাটাকের পর কেপিজে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। 

আজ সন্ধ্যার পর কেপিজে হাসপাতাল ছেড়ে অ্যাম্বুলেন্সে করে এভারকেয়ারের উদ্দেশ্যে রওনা দেন তামিম। 

পারিবারিক সিদ্ধান্তে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে তামিমকে। 

চলমান ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) অষ্টম রাউন্ডের ম্যাচে গতকাল বিকেএসপির তিন নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলতে নামার আগে হার্ট অ্যাটাক করেন তামিম। এরপর বিকেএসপির কেপিজে হাসপাতালে চিকিৎসা নেন তিনি। সেখানেই হার্টে ব্লক ধরা পড়লে রিং পরানো হয় তামিমের। 

এরপর তামিমকে ৪৮ থেকে ৭২ ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে রাখেন চিকিৎসকরা। কিন্তু ৪৮ ঘণ্টা শেষ হবার আগেই কেপিজে ছেড়ে অন্য হাসপাতালে যাচ্ছেন তামিম। 

আজ সকাল থেকে তামিমের শারীরিক অবস্থার উন্নতি হয়। অল্প-অল্প করে হাঁটাচলা শুরু করেন তিনি। এই ধারাবাহিকতায় হাসপাতাল পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। 

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা প্রক্রিয়া চালিয়ে যাবেন তামিম।