বাসস
  ২৯ মার্চ ২০২৫, ১৬:৩৮

নেপালের কোচ হিসেবে নিয়োগ পেলেন স্টুয়ার্ট ল

ফাইল ছবি

ঢাকা, ২৯ মার্চ ২০২৫ (বাসস) : আগামী দুই বছরের জন্য নেপাল জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার স্টুয়ার্ট ল। তিনি মন্টি দেসাইয়ের স্থলাভিষিক্ত হয়েছেন।

এ বছরের ফেব্রুয়ারিতে মন্টির সাথে নেপালের দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। 

৫৬ বছর বয়সী ল’র কোচিংয়ে বিশাল অভিজ্ঞতা রয়েছে। সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রের পুরুষ দলের কোচ হিসেবে কাজ করেছেন। যুক্তরাষ্ট্রের সাথে তিন বছরের চুক্তি থাকলেও সাত মাসের মধ্যে তাকে পদ ছাড়তে হয়েছে। এর আগে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজের স্থায়ী কোচ ও শ্রীলংকা ও আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

এছাড়া বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলেও কোচ ছিলেন ল। ২০১২ সালে তার অধীনে বাংলাদেশ প্রথমবারের মত এশিয়া কাপের ফাইনালে খেলেছিল। অস্ট্রেলিয়াও ল’কে বিভিন্ন সময়ে বিভিন্ন ভূমিকায় দেখা গেছে। এর মধ্যে রয়েছে জাতীয় দলের ব্যাটিং কোচ, অনুর্ধ্ব-১৯ দলের প্রধান কোচের দায়িত্ব। 
অস্ট্রেলিয়ার হয়ে ল ৫৪টি ওয়ানডে ও একটি টেস্ট ম্যাচ খেলেছেন। 

মন্টি দেসাইয়ের অধীনে নেপাল সম্প্রতি যুক্তরাষ্ট্রের কাছে টি২০ সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে। গত বছর জুনে টি২০ বিশ্বকাপে খেলার কয়েক মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে সিরিজে পরাজিত হয় নেপাল। বিশ্বকাপে তিন ম্যাচের কোনটিতেই জিততে পারেনি নেপাল। ২০২৩ সালের বিশ্বকাপের আগে নেপাল প্রথমবারের মত এশিয়া কাপে খেলার সুযোগ পায়। কিন্তু সেখানেও কোন ম্যাচ না জিতে বাড়ি ফিরতে হয়েছিল। 

বিশ্বকাপ লিগ২ সূচীর অংশ হিসেবে জুনে স্কটল্যান্ডের মাটিতে একটি ত্রিদেশীয় সিরিজে অংশ নিবে নেপাল। এই সিরিজের তৃতীয় দল হলো নেদারল্যান্ডস। বিশ্বকাপের লিগ২ টেবিলে এই মুহূর্তে তলানির দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে নেপাল। এটাই ল’য়ের নেপালের হয়ে প্রথম এ্যাসাইনমেন্ট।