বাসস
  ৩০ মার্চ ২০২৫, ১৭:৫৯
আপডেট : ৩০ মার্চ ২০২৫, ২০:৫৭

সিরাজ, কৃষ্ণার বোলিং তোপে মুম্বাইকে হারিয়েছে গুজরাট

ছবি : সংগৃহীত

ঢাকা, ৩০ মার্চ ২০২৫ (বাসস) : দুই পেসার মোহাম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণার বোলিং তোপে আইপিএল পাওয়ারহাউস মুম্বাই ইন্ডিয়ান্সকে ৩৬ রানে পরাজিত করে এবারের মৌসুমে প্রথম জয় তুলে নিয়েছে গুজরাট টাইটান্স। সিরাজ ও কৃষ্ণা দু’জনেই ২টি করে উইকেট দখল করেছেন।

সাই সুধারসানের ৪১ বল ৬৩ রানের উপর ভর করে আহমেদাবাদে বিশ্বের সর্ববৃহৎ স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং থেকে গুজরাট ৮ উইকেটে ১৯৬ রানের লড়াকু ইনিংস গড়ে তুলেছিল। এরপর সিরাজের বোলিংয়ে গুজরাট মুম্বাইয়ের ব্যাটারদের উপর চেপে বসে। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬০ রানে মুম্বাইয়ের ইনিংস শেষ হয়। 

আইপিএল’র ১৮তম আসরে এনিয়ে টানা দ্বিতীয় পরাজয়ের স্বাদ পেল মুম্বাই। 

মুম্বাইয়ের দুই ওপেনার রোহিত শর্মা (৮) ও রায়ান রিকেলটনকে (৬) সাজঘরে পাঠিয়ে প্রাথমিক কাজটুকু সেড়েছেন সিরাজ। এরপর মিডল অর্ডারে কৃষ্ণার ১৮ রানে ২ উইকেট প্রাপ্তি মুম্বাইকে বেশীদুর এগুতে দেয়নি।
ম্যাচ সেরা মিডিয়াম-ফাস্ট বোলার কৃষ্ণা ভারতের হয়ে তিনটি টেস্ট, ১৭টি ওয়ানডে ও পাঁচটি টি২০ ম্যাচ খেলেছেন। 

মুম্বাইয়ের সাবেক অধিনায়ক রোহিত শর্মা পরপর দুটি বাউন্ডারি হাঁকিয়ে শুরুটা ভালই করেছিলেন। কিন্তু সিরাজ চতুর্থ বলে ৮ রানে রোহিতকে ফেরত পাঠান। এরপর আরেক ওপেনার দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক-ব্যাটার রায়ান রিকেলটনকে ৬ রানে বোল্ড করেন। 

তৃতীয় উইকেটে তিলক ভার্মা ও সুর্যকুমার যাদব ৬২ রানের জুটি গড়ে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। কিন্তু ভার্মাকে ৩৯ রানে ফিরিয়ে কৃষ্ণা ব্রেকথ্রু এনে দেন। সুর্যকুমারের ব্যাট থেকে এসেছে ৪৮ রান। এর মধ্যে ছিল চারটি ওভার বাউন্ডারি। অধিনায়ক হার্দিক পান্ডিয়ার সাথে রান রেট বাড়ানোর চেষ্টা করেছিলেন সুর্যকুমার। কিন্তু গুজরাটের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে তা সম্ভব হয়নি। 

এর আগে দুই ওপেনার সুধারসন ও শুভমান গিল সাবধানে ইনিংস শুরু করার পর পঞ্চম ও ষষ্ঠ ওভারে আগ্রাসী হয়ে উঠেন। হার্দিক গিলকে (৩৮) সাজঘরে পাঠালে ৭৮ রানে প্রথম উইকেটের পতন ঘটে। ২৯ রানে ২ উইকেট নিয়েছেন হার্দিক।