শিরোনাম
দিনাজপুর ৩০ মার্চ ২০২৫ (বাসস) : দিনাজপুরে সোনালী অতীত ফুটবল ক্লাবের আয়োজনে সাবেক ফুটবল খেলোয়ার এবং নারী ফুটবলারদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
আজ রোববার দুপুরে দিনাজপুর ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি শহরের বাহাদুর বাজার কার্যালয়ে প্রায় দুই শতাধিক সাবেক ফুটবলার ও নারী দলের খেলোয়াড়দের মধ্যে ঈদ উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করেছে।
অনুষ্ঠানে সোনালী অতীত ফুটবল ক্লাবের সভাপতি ইকবাল হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর খেলোয়াড় কল্যাণ সমিতির আহবায়ক এবং জেলা দলের সাবেক ফুটবল খেলোয়াড় আবু তাহের আবু।
আগামী দিন গুলোতে যেন এভাবে সাবেক খেলোয়াড়দের মূল্যায়ন করা যায় সে বিষয় সকলকে সহযোগিতা করার আহ্বান জানান আবু তাহের।