শিরোনাম
ঢাকা, ৩১ মার্চ ২০২৫ (বাসস) : টি২০ ক্রিকেটে মিচেল স্টার্কের প্রথম ৫ উইকেট প্রাপ্তি ও নিতিশ রানার ৩৬ বলে ৮১ রানের ঝড়ো ইনিংসে রোববার আইপিএল’এ দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালস জয় তুলে নিয়েছে।
অস্ট্রেলিয়ান বাঁ-হাতি অভিজ্ঞ পেসার স্টার্ক ৩৫ রানে নিয়েছেন ৫ উইকেট। স্টার্কের তোপের মুখে হায়দারাবাদকে ১৬৩ রানে অল আউট করে দিল্লি। জবাবে চার ওভার ও ৭ উইকেট হাতে রেখে এবারের আসরে টানা দ্বিতীয় জয় নিশ্চিত করেছে দিল্লি।
গৌহাটিতে দ্বিতীয় ম্যাচে রানার অসাধারণ ব্যাটিংয়ে রাজস্থান ৯ উইকেটে ১৮২ রান সংগ্রহ করে। এরপর চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটে ১৭৬ রানে থামিয়ে দিলে ৬ রানে জয় নিয়ে মাঠ ছাড়ে রাজস্থান। আগের দুই ম্যাচে পরাজয়ের পর এটি রাজস্থানের প্রথম জয়।
চেন্নাইয়ের ব্যাটিং অর্ডারকে গুড়িয়ে দিতে মূল ভূমিকা পালন করেছেন শ্রীলংকার লেগ-স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৩৫ রানে তিনি নিয়েছেন ৪ উইকেট।
বাঁ-হাতি ব্যাটার রানা দ্বিতীয় উইকেটে সাঞ্জু স্যামসনকে নিয়ে ৮২ রানের জুটি গড়ে তুলেন।
আফগানিস্তানে বাঁ-হাতি স্পিনার নুর আহমেদ স্যামসনকে সাজঘরে পাঠিয়ে এই জুটি ভাঙ্গেন। রাজস্থানের নিয়মিত অধিনায়ক স্যামসন ইনজুরির কারনে শুধুমাত্র ব্যাটিং করেছেন।
ম্যাচ সেরা রানা ২১ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন। ১০টি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারির সহায়তায় তিনি নিজের পুরো ইনিংসটি সাজিয়েছেন।
অভিজ্ঞ ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বীন রানার উইকেট তুলে নিয়ে চেন্নাই শিবিরে স্বস্তি ফিরিয়েছিলেন। শ্রীলংকান পেসার মাথিশা পাথিরানার বলে বোল্ড হবার আগে পরাগ ২৮ বলে করেছেন ৩৭ রান।
জবাবে চেন্নাইয়েল ইনিংসে প্রথম ওভারেই আঘাত হানেন ইংলিশ পেসার জোফরা আর্চার। রাচিন রবিন্দ্রকে (০) কট বিহাইন্ড করে তিনি বেশীদুর এগুতে দেননি। এবারের আইপিএল আসরে এটি আর্চারের প্রথম উইকেট। এরপর হাসারাঙ্গা ম্যাচের নিয়ন্ত্রন নেন। নিজের চার ওভারেই তিনি উইকেট তুলে নিয়ে চেন্নাইয়ের পরাজয় নিশ্চিত করেন।
এর আগে দিনের শুরুতে নিজেদের দ্বিতীয় হোমগ্রাউন্ড ভিশাকাপত্তমে দিল্লি পুরো ম্যাচে আধিপত্য দেখিয়েছে। স্টার্ক এক ওভারে ইশান কিশান ও নিতিশ রেড্ডিকে সাজঘরে পাঠান। এরপর অস্ট্রেলিয়ান সতীর্থ ট্রাভিস হেডকে ২২ রানে কট বিহাইন্ড করলে হায়দারাবাদ ৪.১ ওভারে ৩৭ রানে ৪ উইকেট হারায়।
ভারতীয় ব্যাটার অনিকেত ভার্মা সর্বোচ্চ ৭৪ রান সংগ্রহ করেছেন। দক্ষিণ আফ্রিকান উইকেটরক্ষক-ব্যাটার হেনরিক ক্লাসেনকে নিয়ে ৭৭ রানের জুটি গড়ে তুলেন ভার্মা। স্পিনার কুলদ্বীপ যাদব ২২ রানে নিয়েছেন ৩ উইকেট।
জবাবে দক্ষিণ আফ্রিকান অভিজ্ঞ ব্যাটার ফাফ ডু প্লেসিসের ২৭ বলে ৫০ রানে দিল্লির জয়ের পথ সহজ হয়ে যায়। ভারতীয় ফাস্ট বোলার মোহাম্মদ সামীর তৃতীয় ওভারে একটি ওভার বাউন্ডারি ও তিনটি বাউন্ডারির সহায়তায় ১৫ রান নেন ডু প্লেসিস।
নতুন অধিনায়ক আক্সার প্যাটেলের অধীনে দিল্লি আইপিএল’র প্রথম শিরোপার লক্ষ্যে দারুণভাবে নিজেদের প্রমান করে চলেছে।