শিরোনাম
ঢাকা, ১ এপ্রিল ২০২৫ (বাসস) : বিধ্বংসী তরুন ওপেনার স্যাম কনস্টাস ক্রিকেট অস্ট্রেলিয়ার ২০২৫-২৬ মৌসুমের কেন্দ্রীয় চুক্তিতে প্রথমবারের মত অন্তর্ভূক্ত হয়েছেন।
১৯ বছর বয়সী কনস্টাস ভারতের বিরুদ্ধে মেলবোর্ন বক্সিং ডে টেস্টে অভিষেকে ৬৫ বলে ৬০ রান করে সকলের নজড় কেড়েছিলেন। এর মধ্যে ছিল ৬টি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি।
মঙ্গলবার ক্রিকেট অস্ট্রেলিয়া ২৩ জনের কেন্দ্রীয় চুক্তির ঘোষনা দিয়েছে।
অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেছেন, ‘স্যামের মধ্যে আমরা একজন প্রতিভাবান তরুন খেলোয়াড়কে দেখতে পেয়েছি। প্রথম শ্রেণীর ক্রিকেট ও আন্তর্জাতিক ক্রিকেটে সে নিজেকে প্রমানের জন্য পুরোপুরি প্রস্তুত।’
এবারের চুক্তিতে কনস্টাস ছাড়াও নতুন খেলোয়াড় হিসেবে আরো অন্তর্ভূক্ত হয়েছেন বাঁ-হাতি স্পিনার ম্যাথু কুনেমান। এ বছরের শুরুতে শ্রীলংকার বিপক্ষে ২-০ ব্যবধানের টেস্ট জয়ের সিরিজে কুনেমান ১৬ উইকেট দখল করেছিলেন।
২৮ বছর বয়সী এই স্পিনার ঐ ম্যাচে অবৈধ বোলিং এ্যাকশনের জন্য ম্যাচ অফিসিয়ালের রিপোর্টের শিকার হয়েছিলেন। কিন্তু ব্রিসবেনে ন্যাশনাল ক্রিকেট সেন্টারে পরীক্ষা দিয়ে সফল হয়েছিলেন।
অল রাউন্ডার বিয়াউ ওয়েবস্টার সিডনিতে পঞ্চম টেস্টে অভিষেকে ৫৭ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে এসেছিল ম্যাচজয়ী রান। গত মৌসুমের থেকে এবারের চুক্তিতে তার উন্নতি হয়েছে। ৩২ বছর বয়সী ওয়েবস্টার মিডিয়াম ফাস্ট কিংবা অফ স্পিন বোলিংও করতে পারেন।
জুনে অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে লর্ডসে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। এরপর রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন টেস্ট। নভেম্বর থেকে পার্থে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী এ্যাশেজ সিরিজ।
২০২৫-২৬ মৌসুমে ক্রিকেট অস্ট্রেলিয়ার চুক্তিভূক্ত খেলোয়াড় :
জেভিয়ার বার্টলেট, স্কট বোল্যান্ড, এ্যালেক্স ক্যারে, প্যাট কামিন্স, ন্যাথান এলিস, ক্যামেরুন গ্রিন, জোস হ্যাজেলউড, ট্রাভিস হেড, জোস ইংলিস, উসমান খাজা, স্যাম কনস্টাস, ম্যাথু কুনেমান, মার্নাস লাবুশানে, ন্যাথান লিও, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ল্যান্স মোরিস, ঝাই রিচার্ডসন, ম্যাট শর্ট, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, বিয়াউ ওয়েবস্টার, এ্যাডাম জাম্পা।