বাসস
  ০১ এপ্রিল ২০২৫, ২১:১৬
আপডেট : ০১ এপ্রিল ২০২৫, ২১:১৮

ফার্নান্দেস কোথাও যাচ্ছেনা : আমোরিম

ফাইল ছবি

ঢাকা, ১ এপ্রিল ২০২৫ (বাসস) : ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস ক্লাব ছেড়ে কোথাও যাচ্ছেনা বলে নিশ্চিত করেছেন কোচ রুবেন আমোরিম। যদিও রিয়াল মাদ্রিদে তার যাওয়া নিয়ে বেশ জোড় গুঞ্জন ছিল।

৩০ বছর বয়সী এই পর্তুগীজ তারকা ২০২০ সালে স্পোর্টিং লিসবন থেকে ইউনাইটেডে যোগ দবার পর ২৭৭ ম্যাচে ৯৫ গোল করেছেন। ২০২৭ সাল পর্যন্ত ওল্ড ট্র্যাফোর্ডের সাথে তার চুক্তি রয়েছে। যদিও সাম্প্রতিক সময়ে ৯০ মিলিয়ণ পাউন্ডে স্প্যানিশ জায়ান্ট রিয়ালে তার যোগ দেবার বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের রিপোর্ট হয়েছে।
আমোরিম এ সম্পর্কে বলেছেন, ‘না, এমন কিছু হবে না। আমি চাই ব্রুনো এখানেই থাকুক। কারন এই মুহূর্তে সে দলের অন্যত নির্ভরযোগ্য খেলোয়াড়। আমরা আবারো প্রিমিয়ার লিগের শিরোপা জিততে চাই। সে কারনেই আমরা চাই দলের সেরা খেলোয়াড় আমাদের সাথে থাকুক।’

আমোরিম আরো বলেছেন, ‘ফার্নান্দেসের বয়স এখন ২৯। আমি মনে করি এখনো সে তরুন। এ কারনেই প্রতি মৌসুমে অন্তত ৫৫টি ম্যাচ সে খেলছে। সে এমন একজন খেলোয়াড় যার সম্পর্কে আমরা সকলেই একমত। তাকে আমরা দলে ধরে রাখতে চাই। পুরো পরিস্থিতি যেহেতু আমাদের নিয়ন্ত্রনেই রয়েছে, সে কারনে আমি দারুন খুশী।