শিরোনাম
ঢাকা, ২ এপ্রিল ২০২৫ (বাসস) : তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড গোঁড়ালির ইনজুরির কারনে অন্তত সাত সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন। এই তথ্য নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা।
তবে সিটি বস একথাও জানিয়েছেন পাঁচ সপ্তাহের মধ্যে যদি হালান্ড ফিট হয়ে উঠতে পারেন তবে আগামী ১০ মে সাউদাম্পটনের বিরুদ্ধে প্রিমিয়ার লিগের ম্যাচে তিনি খেলতে পারবেন। আর যদি পুরো সাত সপ্তাহ সময় লাগে তাহলে ১৭ মে এফএ কাপের সম্ভাব্য ফাইনাল হালান্ডের খেলা নিয়ে শঙ্কা দেখা দিবে। যদিও তার আগে সেমিফাইনালে নটিংহ্যাম ফরেস্টকে হারাতে হবে সিটিজেনদের।
বিবিসি স্পোর্টসকে গার্দিওলা বলেছেন, ‘প্রায় সব মৌসুমেই এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। চিকিৎসকরা জানিয়েছে হালান্ডের পুরোপুরি সুস্থ হতে পাঁচ থেকে সাত সপ্তাহ সময় লাগবে। সে কারনেই আশা করছি মৌসুমের শেষে ক্লাব বিশ্বকাপে অন্তত তাকে আমরা দলে ফিরে পাবো। হালান্ড ছাড়াও আরো যারা ইনজুরিতে রয়েছে তাদের সবাইকে নিয়েই আমি চিন্তিত। আশা করছি দ্রুতই তারা সকলে সুস্থ হয়ে দলে ফিরে আসবে।’
নরওয়েজিয়ান এই তারকা স্ট্রাইকার আগামী ২৫ মে ফুলহ্যামের বিপক্ষে লিগের শেষ ম্যাচে ফিরে আসার লক্ষ্যস্থির করেছেন। জুন-জুলাইয়ে বহুল আকাঙ্খিত ফিফা ক্লাব বিশ্বকাপের আগে হালান্ডের এই ফিরে আসাটা অত্যন্ত জরুরী।
বাম গোঁড়ালির ইনজুরিতে পড়ে মাঠের বাইরে রয়েছেন হালান্ড। ইতোমধ্যেই তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে। আরো কিছু পরীক্ষা নিরীক্ষার পর চূড়ান্ত ভাবে সবকিছু জানা যাবে। সিটির পক্ষ থেকে অবশ্য নিশ্চিত করা হয়েছে সব আশঙ্কার পরেও মৌসুমের শেষ ভাগে হালান্ডকে দলে ফিরে পাওয়া যাবে। বিশেষ কওের ক্লাব বিশ্বকাপের শিরোপা সিটির জন্য অত্যন্ত গৌরবের।
হালান্ডের অনুপস্থিতিতে স্ট্রাইকিং পজিশনে গার্দিওলাকে বিকল্প চিন্তা করতেই হচ্ছে। এ সম্পর্কে সিটি বস বলেন, ‘আমাদের হাতে যারা রয়েছেন তাদের মধ্য থেকেই সমাধান খুঁজে বের করতে হবে। তাদের সকলের মধ্যে ভিন্ন ভিন্ন গুন ও দক্ষতা রয়েছে। কারো সাথে কারো তুলনা করা ঠিক নয়। সব ধরনের পরিস্থিতির সাথেই আমাদের মানিয়ে নিতে হবে। দীর্ঘদিন ধরেই আমরা ভিন্ন এক স্ট্রাইকিং ধারা নিয়ে এগিয়ে যাচ্ছি। এটা খেলোয়াড়দের মানের উপর নির্ভর করে। আমরা এই মুহূর্তে সমাধান খুঁজে বের করার চেষ্টা করছি।’
হালান্ড এমন এক মুহূর্তে দল থেকে ছিটকে গেলেন যখন ম্যানচেস্টার সিটি কঠিন সময় পার করছে। এই মুহূর্তে সিটি প্রিমিয়ার লিগ টেবিলের পঞ্চম স্থানে রয়েছে। শীর্ষ চারের লড়াইয়ে চেলসির থেকে মাত্র এক পয়েন্ট পিছিয়ে রয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। ইতোমধ্যেই রিয়াল মাদ্রিদের কাছে পরাজিত হয়ে ইউরোপীয়ান মিশন থেকে বিদায় নিয়েছে সিটি।
চলতি মৌসুমের শুরুতে বেশ কিছু ম্যাচে অনুপস্থিত থাকলেও হালান্ড ২৮ লিগ ম্যাচে ২১ গোল করেছেন। লিভারপুলের মোহম্মদ সালাহর পর দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হিসেবে এখনো নিজেকে ধরে রেখেছেন এই নরওয়েজিয়ান তারকা।