শিরোনাম
ঢাকা, ৩ এপ্রিল ২০২৫ (বাসস) : এ্যাথলেটিকো মাদ্রিদকে সেমিফাইনালের দ্বিতীয় লেগে ১-০ গোলে পরাজিত করে দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানে এগিয়ে থেকে কোপা ডেল রে’র ফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা। ক্লাসিকো ফাইনালে তাদের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ।
রেকর্ড ৩১ বারের বিজয়ী বার্সেলোনা মেট্রোপলিটানো স্টেডিয়ামে অপেক্ষাকৃত দাপুটে খেলা দেখিয়েছে। এর আগে প্রথম লেগের ম্যাচটি ৪-৪ গোলে ড্র ছিল।
কোপা ডেল রে থেকে বিদায়ের কারনে দিয়েগো সিমিওনের দলের মৌসুমে আর খুব একটা ম্যাচ বাকি থাকলো না। বিপরীতে ২০২৫ সালে এখনো অপরাজিত বার্সেলোনার সামনে সম্ভাব্য কোয়াড্রাপল জয়ের সুযোগ রয়েছে। এনিয়ে সব ধরনের প্রতিযোগিতায় টানা ২১ ম্যাচে অপরাজিত রয়েছে কাতালান জায়ান্টরা।
বড়দিনের আগে লা লিগায় বার্সেলোনাকে হারিয়েছিল এ্যাথলেটিকো। এরপর আর পরাজয়ের স্বাদ পায়নি হান্সি ফ্লিকের দল। বার্সেলোনার থেকে লা লিগায় নয় পয়েন্টে পিছিয়ে এ্যাথলেটিকো টেবিলের তৃতীয় স্থানে রয়েছে, হাতে রয়েছে আর মাত্র ৯ ম্যাচ।
মঙ্গলবার সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল সোসিয়েদাদকে দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানে পিছনে ফেলে ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।
বার্সেলোনার মূল একাদশে ফ্লিক রাফিনহাকে ফিরিয়েছিলেন। স্বাগতিকরা অবশ্য রাফিনহাকে প্রতিরোধ করার সব চেষ্টাই করেছে। সিজার আজপিলিকুয়েটা বাজে এক ফাউলে হলুদ কার্ড পান, ভিএআর রিভিউ সম্ভাব্য লাল কার্ডের হাত থেকে রক্ষা করেছে। ব্রাজিলিয়ান রাফিনহাকে আটকাতে রডরিগো ডি পলও হলুদ কার্ড পেয়েছেন।
টিনএজ উইঙ্গার লামিন ইয়ামাল অন্যদিক থেকে বার্সেলোনার আক্রমনগুলোর নেতৃত্ব দিয়েছেন। ২৭ মিনিটে ১৭ বছর বয়সী ইয়ামালের দারুন এক পাস থেকে ম্যানচেস্টার সিটির সাবেক ফরোয়ার্ড ফেরান তোরেস ঠান্ডা মাথার ফিনিশিংয়ে বার্সেলোনাকে এগিয়ে দেন।
এ্যাথলেটিকো গোলরক্ষক হুয়ান মুসো পোস্টের খুব কাছে থেকে রাফিনহাকে আটকে না দিলে ব্যবধান বাড়তে পারতো।
বিরতির পর তিনটি পরিবর্তনের মধ্যে সিমিওনে আলেক্সান্দার সোরলোথকে মাঠে নামিয়েছিলেন। এর আগে বার্সেলোনার বিরুদ্ধে এই মৌসুমে আগের তিন ম্যাচে তিন গোল করেছেন সোরলোত। দ্বিতীয়ার্ধে সোরলোথ প্রথম সুযোগ পেয়ে তা কাজে লাগাতে পারেননি। আঁতোয়ান গ্রীজম্যান সহজ সুযোগ নষ্ট করেন। রাফিনহার আরো একটি শট মুসো রুখে দেন।
স্টপেজ টাইমে যোগ হওয়া চার মিনিটে এ্যাথলেটিকো ফিরে আসার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে।