বাসস
  ০৪ এপ্রিল ২০২৫, ২০:১২
আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ২০:২১

ইংলিশ লিগ: ফার্নান্দেসের গোলে স্বস্তির জয়ে চতুর্থ স্থানে চেলসি

এনজো ফার্নান্দেসের গোলে ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগের পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠেছে চেলসি -ছবি : সংগৃহীত

ঢাকা, ৪ এপ্রিল ২০২৫ (বাসস) : এনজো ফার্নান্দেসের গোলে স্বস্তির জয়ে ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগের পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠেছে চেলসি। 

গতরাতে নিজেদের ৩০তম ম্যাচে চেলসি ১-০ গোলে হারিয়েছে টটেনহাম হটস্পারকে। ৫০ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন আর্জেন্টিনার মিডফিল্ডার ফার্নান্দেস। 

চেলসির ঘরের মাঠে ম্যাচটির  প্রথমার্ধ  ছিল গোল শূন্য।

তবে দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে গোলের দেখা পায় চেলসি। বাঁ-প্রান্ত দিয়ে কোল পালমারের ক্রসে হেডে দারুণ গোল করেন ফার্নান্দেস। চেলসির তৃতীয় মিডফিল্ডার হিসেবে ইংলিশ লিগে টটেনহামের বিপক্ষে হোম ও অ্যাওয়েতে গোল করার নজির গড়লেন ফার্নান্দেস। এর আগে ১৯৯৬-৯৭ মৌসুমে রবার্তো দি মাতেও এবং ১৯৯৮-৯৯ মৌসুমে টটেনহামের বিপক্ষে গোল করেছিলেন গাস পয়েত।

১-০ গোলে পিছিয়ে পড়ার পর ৬৯ মিনিটেই ম্যাচে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল টটেনহাম। কিন্তু টটেনহামের মিডফিল্ডার পাপে মাতারের গোল ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তির কারণে বাতিল হয়। গোলটি করার আগে ফাউল করেছিলেন মাতার। 

শেষ পর্যন্ত ম্যাচটি ১-০ গোলে হেরে যায় টটেনহাম। তাই ম্যাচ শেষে ভিএআরের সমালোচনা করেছেন টটেনহাম কোচ অ্যাঞ্জে পোস্তেকোগলু। তিনি বলেন, ‘ভিএআর খেলাকে ধ্বংস করচ্ছে। কিন্তু এটা নিয়ে কারও চিন্তা নেই। আমার মনে হয় সবাই নাটক-বিতর্ক পছন্দ করে। এটি নিয়ে ২৪ ঘণ্টা আলোচনা হবে, সবাই এমনই চায়। এটা খেলার জৌলুস নষ্ট করে দিচ্ছে।’

টটেনহামের বিপক্ষে স্বস্তির জয়ে খুশি চেলসির কোচ এনজো মারেস্কা। তিনি বলেন, ‘প্রথমার্ধে আমরা বেশ কয়েকটি সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছি। তারপরও সৌভাগ্যজনকভাবে আমরা ম্যাচটি জিততে পেরেছি এবং জয়ই গুরুত্বপূর্ণ। আমরা খুবই খুশি।’

৩০ ম্যাচ শেষে ৫২ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে উঠল চেলসি। সমানসংখ্যক ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে আছে টটেনহাম। 

৩০ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শিরোপা দৌড়ে এগিয়ে লিভারপুল। সমানসংখ্যক ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে আর্সেনাল দ্বিতীয় স্থানে এবং ৫৭ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে আছে নটিংহ্যাম ফরেস্ট।