বাসস
  ০৫ এপ্রিল ২০২৫, ১৫:৫৭

আইপিএল: মুম্বাইকে হারিয়ে জয়ের ধারায় লক্ষ্মৌ

গতরাতে নিজেদের চতুর্থ ম্যাচে লক্ষ্মৌ ১২ রানে হারিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে -ছবি : ওয়ানইন্ডিয়া

ঢাকা, ৫ এপ্রিল, ২০২৫ (বাসস) : ব্যাটিং-বোলিং নৈপুন্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) জয়ের ধারায় ফিরল লক্ষ্মৌ সুপার জায়ান্টাস।

গতরাতে নিজেদের চতুর্থ ম্যাচে লক্ষ্মৌ ১২ রানে হারিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে।  

ঘরের মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪২ বলে ৭৬ রানের সূচনা পায় লক্ষ্মৌ। হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে সাজঘরে ফিরেন লক্ষ্মৌর দুই ওপেনার মিচেল মার্শ ও আইডেন মার্করাম। ৯টি চার ও ২টি ছক্কায় ৩১ বলে ৬০ রান করেন মার্শ। ২টি বাউন্ডারি ও ৪টি ওভার বাউন্ডারিতে ৩৮ বলে ৫৩ রান তুলে সাজঘরে ফিরেন মার্করাম।

এরপর মিডল অর্ডারে ইনফর্ম নিকোলাস পুরান ১২ ও অধিনায়ক ঋসভ পান্ত ২ রানে আউট হলেও আয়ুশ বাদোনি ও ডেভিড মিলারের ঝড়ো ইনিংসের সুবাদে ২০ ওভারে ৮ উইকেটে ২০৩ রানের বড় সংগ্রহ পায় লক্ষ্মৌ। এবারের আসরে এই নিয়ে দ্বিতীয়বার ২শ রানের কোটা স্পর্শ করল লক্ষ্মৌ।

৪টি চারে বাদোনি ১৯ বলে ৩০ এবং ৩টি চার ও ১টি ছক্কায় মিলার ১৪ বলে ২৭ রান করেন। মুম্বাইয়ে অধিনায়ক হার্দিক পান্ডিয়া ৩৬ রানে ৫ উইকেট নেন। স্বীকৃত টি-টোয়েন্টিতে এই প্রথম ইনিংসে ৫ উইকেট নিলেন পান্ডিয়া।

জবাবে ১৭ রানে ২ উইকেট হারায় মুম্বাই। তৃতীয় উইকেটে নামান ধীরের সাথে ৩৫ বলে ৬৯ এবং চতুর্থ উইকেটে তিলক ভার্মাকে নিয়ে ৪৮ বলে ৬৬ রান যোগ করে মুম্বাইকে লড়াইয়ে রাখেন সূর্যকুমার যাদব। ৪টি চার ও ৩টি ছক্কায় ২৪ বলে ৪৬ রান করে ধীর আউট হলেও হাফ-সেঞ্চুরি তুলে নেন সূর্য।

১৭তম ওভারে দলীয় ১৫২ রানে সূর্য বিদায় নিলে মুম্বাইকে জয়ের বন্দরে নেওয়ার দায়িত্ব পান পান্ডিয়া। কিন্তু শেষ দিকে ২৩ বলে ৫২ রানের প্রয়োজন মেটাতে পারেননি পান্ডিয়া।

২০ ওভারে ৫ উইকেটে ১৯১ রান সংগ্রহ করে মুম্বাই।

৯টি চার ও ১টি ছক্কায় মুম্বাইয়ের হয়ে সর্বাচ্চ ৬৭ রান করেন সূর্য। ১৬ বলে ২৮ রানে অপরাজিত থাকেন পান্ডিয়া।

লক্ষ্মৌর চার বোলার ১টি করে উইকেট নেন। এরমধ্যে ৪ ওভারে ২১ রানে ১ উইকেট নিয়ে ম্যাচ সেরা স্পিনার দিগভেশ রাথি।  

৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে উঠল লক্ষ্মৌ। সমানসংখ্যক ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে রয়েছে মুম্বাই।