শিরোনাম
ঢাকা, ৫ এপ্রিল ২০২৫ (বাসস) : আগামী অক্টোবর-নভেম্বরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকাকে আতিথেয়তা দেবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত ক্রিকেট দল। সাত বছর পর ভারতের মাঠে টেস্ট খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ২০১৮ সালে সর্বশেষ ভারতে টেস্ট খেলেছিল ক্যারিবীয়রা।
বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদে ২ অক্টোবর থেকে সিরিজের প্রথম টেস্ট শুরু করবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। ১০ অক্টোবর থেকে কলকাতার ইডেন গার্ডেন্সে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে দু’দল। ২০১৩ সালে সর্বশেষ কলকাতায় টেস্ট খেলেছিল ওয়েস্ট ইন্ডিজ।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্ট, তিন ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত।
১৪ নভেম্বর নয়া দিল্লিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করবে ভারত। ২২ নভেম্বর থেকে গৌহাটিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে দু’দল। ২০১৯ সালের পর ভারতের মাটিতে টেস্ট খেলতে নামছে দক্ষিণ আফ্রিকা।
এরপর ৩০ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত ও দক্ষিণ আািফ্রকা।
৯ ডিসেম্বর থেকে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে সিরিজ শেষ হবে ১৯ ডিসেম্বর।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারত সিরিজের সূচি :
২-৬ অক্টোবর : প্রথম টেস্ট, আহমেদাবাদ
১০-১৪ অক্টোবর : দ্বিতীয় টেস্ট, কলকাতা
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারত সিরিজের সূচি :
১৪-১৮ নভেম্বর : প্রথম টেস্ট, নয়া দিল্লি
২২-২৬ নভেম্বর : দ্বিতীয় টেস্ট, গৌহাটি
৩০ নভেম্বর : প্রথম ওয়ানডে, রাঁচি
৩ ডিসেম্বর : দ্বিতীয় ওয়ানডে, রায়পুর
৬ ডিসেম্বর : তৃতীয় ওয়ানডে, বিশাখাপত্তম
৯ ডিসেম্বর : প্রথম টি-টোয়েন্টি, কটক
১১ ডিসেম্বর : দ্বিতীয় টি-টোয়েন্টি, নয়া চন্ডীগড়
১৪ ডিসেম্বর : তৃতীয় টি-টোয়েন্টি, ধর্মশালা
১৭ ডিসেম্বর : চতুর্থ টি-টোয়েন্টি, লক্ষ্মৌ
১৯ ডিসেম্বর : পঞ্চম টি-টোয়েন্টি, আহমেদাবাদ