বাসস
  ০৫ এপ্রিল ২০২৫, ১৮:৪৬

২০১৪ বিশ্বকাপ জয়ী হামেলস মৌসুমের শেষে অবসর নিবেন

জার্মানীর হয়ে ২০১৪ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ম্যাটস হামেলস চলতি মৌসুমের পরে অবসরের ঘোষণা দিয়েছেন -ছবি : সংগৃহীত

ঢাকা, ৫ এপ্রিল ২০২৫ (বাসস) : জার্মানীর হয়ে ২০১৪ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ম্যাটস হামেলস চলতি মৌসুমের পরে অবসরের ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে রোমার এই ডিফেন্ডার অবসরের সিদ্ধান্ত জানান। 

ইনস্টাগ্রামে আবেগি এক ভিডিও বার্তায় ৩৬ বছর বয়সী হামেলস বলেছেন, ‘এই মুহূর্তটা কোন ফুটবলারই এড়িয়ে যেতে পারেনা। ১৮ বছরেরও বেশী সময় ফুটবল ধরে আমাকে সবকিছু দিয়েছে। এবারের গ্রীষ্মে আমি ক্যারিয়ারের ইতি টানতে চাই।’

বায়ার্ন মিউনিখের জুনিয়র দল থেকে মাত্র ১৮ বছর বয়সে সিনিয়র দলে অভিষেক হয়েছিল হামেলসের। ২০০৯-১৬ সাল পর্যন্ত খেলেছেন বরুসিয়া ডর্টমুন্ডে। জার্গেন ক্লপের এই দলের হয়ে দুইবার জিতেছেন লিগ শিরোপা। এরপর আবারো তিন বছরের জন্য বায়ার্নে ফিরেছিলেন। ঐ সময় জিতেছেন তিনটি লিগ শিরোপা। ২০১৯ সালে আবারো ডর্টমুন্ডে ফিরে গিয়েছিলেন। ২০১৩ ও ২০২৪ সালে দুইবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলেছেন হামেলস। দুইবারই ওয়েম্বলিতে অনুষ্ঠিত ফাইনালে তার দল ডর্টমুন্ড পরাজিত হয়েছে। 

ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০১৪ বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল জার্মানী। ঐ ম্যাচে হামেলস পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন। 

জাতীয় দলের হয়ে ৭৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলা হামেলস ডর্টমুন্ডের হয়ে ৫০৮টি ও বায়ার্নের হয়ে ১১৮টি ম্যাচ খেলেছেন। ২০২৪ সালে হামেলস সিরি-এ ক্লাব রোমায় পাড়ি জমান। এই ক্লাবের হয়ে এক মৌসুম খেলার পর তিনি অবসরের ঘোষণা দিলেন।