শিরোনাম
বাগেরহাট, ৬ এপ্রিল, ২০২৫ (বাসস) : ভারোত্তোলক তৈরীর কারিগর পাঁচবারের সাবেক জাতীয় চ্যাম্পিয়ন বিশ্বাস আনিসুর রহমান দেশের ভারোত্তোলনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান।
বাগেরহাট জেলার প্রত্যন্ত অঞ্চল ফকিরহাট উপজেলার এক নিভৃত গ্রাম শাতশৈয়ায় জন্ম আনিসুর রহমানের। ৩৮ বছর বয়সে তারুণ্যো উদ্ভাসিকতায় ভারোত্তোলনকে নিয়ে গেছেন দেশের গন্ডি পেরিয়ে বিদেশে। এ পর্যন্ত পাঁচটি দেশ ইরান, নেপাল, বাহরাইন লন্ডন ও চিনে জাতীয় ভারোত্তোলনের কোচ হিসেবে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন। দুবার আন্তর্জাতিক পর্যায়ে উজবেকিস্তান এবং কাতার থেকে ভারত্তোলনের কোচেস ট্রেনিং কোর্স সাফল্যো সাথে শেষ করেছেন। জাতীয় পর্যায়ে ৫টি স্বর্ন ও ৪টি রৌপ্য জয়ের কৃতিত্ব দেখিয়েছেন। এ পর্যন্ত তার অধীনে কোচিং করে ১৮ জন খেলোয়াড়ের বিভিন্ন বাহিনীতে চাকরির সৌভাগ্য হয়েছে।
বিশ্বাস আনিসুর রহমানের ক্যারিয়ার শুরু হয় ২০০৫ সালে। ২০১৪ পর্যন্ত জাতীয় পর্যায়ে পাঁচটি স্বর্ণ ও চারটির রৌপ্য পদক অর্জন করেন। নিজ এলাকায় প্রশিক্ষণ কেন্দ্র না থাকার কারণে আনিসুর রহমান প্রতিদিন বাগেরহাট থেকে খুলনা রুপসা উপজেলার নৈহাটি পর্যন্ত সাইকেল চালিয়ে প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন।
তখন থেকে নিজের ভিতর একটি ইচ্ছা শক্তি জন্ম নেয় যে তিনি নিজ এলাকায় একটি ভারোত্তোলন প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলবেন। তারই ধারাবাহিকতায় প্রথম ২০১৩ সালে নিজ এলাকা সাতশৈয়া গ্রামে ভারোত্তোলন প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তি স্থাপন করেন। সাতশৈয়া ভারোত্তোলন প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন তৎকালীন বাগেরহাটের জেলা প্রশাসক আকরাম হোসেন।
বিশ্বাস আনিসুর রহমান ২০১৭ সালে ইরানের ফজর কাপে প্রথম জাতীয় দলের কোচিংয়ের দায়িত্ব পান।
এরপর ২০১৯ সালে নেপালে ১৩তম সাউথ এশিয়ান গেমস, ২০২২ সালে লন্ডনের বার্মিংহাম কমনওয়েলথ গেমস, ২০২৩ সালে চিনের হাংজুতে এশিয়ান গেমস এবং ২০২৪ এ বাহারাইনে ওয়ার্ল্ড ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশীপ বাংলাদেশ ভারোত্তোলন দলের কোচ ছিলেন।
এ পর্যন্ত সাতশৈয়া ভারোত্তোলন প্রশিক্ষণ কেন্দ্র জাতীয় পর্যায়ে ৫ বার চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে। এছাড়া আন্তর্জাতিক পর্যায়ে সাতশৈয়া ভারোত্তোলন প্রশিক্ষণ কেন্দ্রের ভারোত্তোলকরা ১টি স্বর্ণ,২টি রৌপ্য ও ৩টি তাম্র পদক অর্জন করেছেন।
বাগেরহাট জেলা ক্রীড়া কর্মকর্তা হুসাইন আহমাদ বাসসকে জানান, বিশ্বাস আনিসুর রহমান ভারোত্তোলনে বাগেরহাট নয় সারাদেশের মডেল। খেলোয়াড়দের আইকন। তিনি তার নিরলস প্রচেষ্টার মাধ্যমে আন্তর্জাতিক ভাবে বাংলাদেশকে পরিচিতি এনে দিয়েছেন।
বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান বলেছেন বিশ্বাস আনিসুর রহমান যেমন তার নিজস্ব একাগ্র প্রচেষ্টায় ক্রীড়াঙ্গনে সফলতা অর্জন করেছেন তা প্রতিটি খেলোয়াড়ের জন্য অনুকরণীয়।