শিরোনাম
রাঙ্গামাটি, ৬ এপ্রিল ২০২৫(বাসস) : জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে আজ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন’ এই প্রতিপাদ্যে রবিবার সকাল ১১টায় রাঙ্গামাটি জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসের কর্মসুচীতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমিন।
এ সময় জেলা পরিষদ সদস্য ও সাবেক জাতীয় ফুটবলার বরুণ দেওয়ান, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ সভাপতি মামুনুর রশীদ মামুন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো: সায়েমসহ সাবেক ও বর্তমান খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন প্রাঙ্গণ হতে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে আবারো জেলা প্রশাসনের কার্যালয়ে এসে শেষ হয়।
এছাড়া বিকেলে চিং হ্লা মং মারী স্টেডিয়ামে সাবেক খেলোয়াড়দের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।