শিরোনাম
ঢাকা, ৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : পেসার মোহাম্মদ সিরাজের বোলিং নৈপুন্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) টানা চার ম্যাচ হারল সানরাইজার্স হায়দারাবাদ।
গতরাতে নিজেদের পঞ্চম ম্যাচে হায়দারাবাদ ৭ উইকেটে হেরেছে গুজরাট টাইটান্সের কাছে। বল হাতে ১৭ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন গুজরাটের পেসার মোহাম্মদ সিরাজ।
ঘরের মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি হায়দারাবাদ। সিরাজের তোপে ৫০ রানে ৩ উইকেট হারায় তারা। মিডল অর্ডারে ৩৯ বলে ৫০ রানের জুটিতে দলকে লড়াইয়ে ফেরান নিতিশ কুমার রেড্ডি ও হেনরিচ ক্লাসেন। ভালো শুরু করেও রেড্ডি ৩১ ও ক্লাসেন ২৭ রানে আউট হন।
শেষ দিকে অধিনায়ক প্যাট কামিন্সের ৩টি চার ও ১টি ছক্কায় সাজানো ৯ বলে ২২ রানের সুবাদে ২০ ওভারে ৮ উইকেটে ১৫২ রানের সংগ্রহ পায় হায়দারাবাদ। সিরাজ ৪ ওভারে ১৭ রানে ৪ উইকেট নেন।
জবাবে ১৬ রানে ২ উইকেট পতনের পর গুজরাটের জয়ের পথ তৈরি করেন অধিনায়ক শুভমান গিল ও ওয়াশিংটন সুন্দর। তৃতীয় উইকেট জুটিতে ৫৬ বলে ৯০ রান যোগ করেন তারা। ৫টি চার ও ২টি ছক্কায় ২৯ বলে ৪৯ রান করেন সুন্দর।
চতুর্থ উইকেটে শেরফানে রাদারফোর্ডকে নিয়ে ২১ বলে ৪৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে গুজরাটের জয় নিশ্চিত করেন গিল। ৯টি চারে ৪৩ বলে ৬১ রানে অপরাজিত থাকেন গিল।
৬টি চার ও ১টি ছক্কায় ১৬ বলে অপরাজিত ৩৫ রান করেন রাদারফোর্ড।
এই জয়ে ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠল গুজরাট। ৫ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থাকলো হায়দারাবাদ।