বাসস
  ০৭ এপ্রিল ২০২৫, ১৭:৪২

নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরলেন নাসির

আইসিসি কর্তৃক নির্ধারিত শর্তাবলী সফলভাবে পূরণের পর আনুষ্ঠানিকভাবে পুনরায় ক্রিকেটে ফিরেছেন অলরাউন্ডার নাসির হোসেন -ছবি : সংগৃহীত

ঢাকা, ৭ এপ্রিল ২০২৫ (বাসস) : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কর্তৃক নির্ধারিত শর্তাবলী সফলভাবে পূরণের পর আনুষ্ঠানিকভাবে পুনরায় ক্রিকেটে ফিরেছেন অলরাউন্ডার নাসির হোসেন ।

চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) গাজী গ্রুপের বিপক্ষে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের হয়ে আজ প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলতে নামেন নাসির।

২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে টি-টেন লিগ খেলতে গিয়ে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়ে নিষিদ্ধ হয়েছিলেন নাসির। ২০২৩ সালের সেপ্টেম্বরে তাকে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছিল আইসিসি। সাথে ছিল ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞা।

নাসিরকে নিয়ে এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, ‘দুর্নীতি বিরোধী প্রশিক্ষণে অংশ নেওয়ার বাধ্যবাধকতা পূরণ সহ সব ধরনের শর্ত পূরণ করেই ক্রিকেটে ফিরেছেন নাসির। এর মধ্যে ছিল বাধ্যতামূলক দুর্নীতিবিরোধী শিক্ষা কার্যক্রমে অংশ নেওয়া। এ কারণেই ২০২৫ সালের ৭ এপ্রিল থেকেই ক্রিকেটে ফেরার অনুমতি পেয়েছেন নাসির।’

২০১১ থেকে ২০১৮ সালের মধ্যে বাংলাদেশের হয়ে ১৯টি টেস্ট, ৬৫টি ওয়ানডে ও ৩১টি টি-টোয়েন্টি খেলেছেন নাসির। টেস্টে ১০৪৪ রান ও ৮ উইকেট, ওয়ানডেতে ১২৮১ রান ও ২৪ উইকেট এবং টি-টোয়েন্টিতে ৩৭০ রান ও ৭ উইকেট শিকার করেন তিনি।

২০১৮ সালের জানুয়ারিতে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন নাসির।