বাসস
  ০৭ এপ্রিল ২০২৫, ১৯:৩৮

জাতীয় দলে ফিরতে দৃঢ়প্রতিজ্ঞ নাসির

মাঠে ফেরায় আবারও জাতীয় দলের জার্সিতে খেলার স্বপ্ন দেখছেন নাসির হোসেন -ছবি : সংগৃহীত

ঢাকা, ৭ এপ্রিল ২০২৫ (বাসস) : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ছাড়পত্র পাবার পর প্রতিযোগিতামূলক ক্রিকেট দিয়ে আবারও মাঠে ফিরেছেন অলরাউন্ডার নাসির হোসেন। মাঠে ফেরায় আবারও জাতীয় দলের জার্সিতে খেলার স্বপ্ন দেখছেন তিনি।  

৩৩ বছর বয়সী নাসির মনে করেন জাতীয় দলের হয়ে এখনও নিজের সেরাটা দেওয়ার সুযোগ আছে তার। 

আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের নাসির বলেন, ‘যারা ক্রিকেট খেলে তারা সকলেই দেশের হয়ে খেলার স্বপ্ন দেখে। যদি সেরা পারফর্ম করতে পারি, এখনও বিশ্বাস করি আমার সুযোগ আছে।’

আইসিসির দুর্নীতি দমন আইন ভঙ্গের জন্য ২০২৩ সালের সেপ্টেম্বরে সব ধরণের ক্রিকেটে নাসিরকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। যার মধ্যে ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞা ছিল। 

নিষেধাজ্ঞার শর্তাবলী অনুসারে দুর্নীতি বিরোধী প্রশিক্ষণে অংশ নেওয়ার বাধ্যবাধকতা পূরণসহ সব ধরনের শর্ত পূরণ করেই ক্রিকেটে ফিরেছেন নাসির। 

নিষেধাজ্ঞা উঠে যাবার পর চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে রূপগঞ্জ টাইগার্সের হয়ে খেলতে নামেন নাসির। বল হাতে ১০ ওভারে ৩১ রান দিয়ে ১ উইকেট শিকার করেন তিনি। পরে তিন নম্বরে ব্যাট হাতে নেমে ২ চারে ১১ বলে ৯ রান করেন নাসির। তার ফেরার ম্যাচে ৮ উইকেটে ম্যাচ জিতে রূপগঞ্জ টাইগার্স। 

২০২৩ সালের ২৫ আগস্ট সর্বশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলেছেন নাসির। দীর্ঘ ২০ মাস পর ক্রিকেটে ফিরতে পেরে ভালো লাগছে তার। নাসির বলেন, ‘ফিরে আসতে পেরে সত্যিই দারুন লাগছে।

আমি ক্রিকেটকে খুব মিস করেছি।’

নাসির জানান, দীর্ঘ বিরতির পর প্রথম ম্যাচটি অভিষেক ম্যাচের মতো মনে না হলেও সবকিছু নতুন-নতুন লাগছে। তিনি বলেন, ‘যদিও এটি আমার অভিষেক ম্যাচ বলে মনে হচ্ছে না। তবে অনেক কিছুই নতুন মনে হয়েছে। ভালো পারফর্ম করতে পারলে আরও বেশি ভালো লাগতো।’

মাঠে ফেরার আগে অনেক দল থেকেই প্রস্তাব পেয়েছিলেন নাসির। কিন্তু রূপগঞ্জ টাইগার্সকে বেছে নেন তিনি। কারণ হিসেবে তিনি জানান, এটি তার জন্য সঠিক পরিবেশ। 

নাসির বলেন, ‘রূপগঞ্জ এমন একটি দল ছিল যার পরিবেশ আমার কাছে ভালো লেগেছে। সে কারণেই আমি এই ক্লাবকে বেছে নিয়েছি।’

যতদিন সম্ভব খেলা চালিয়ে যেতে চান নাসির। পূর্ণ ফিটনেস ফিরে পাবার ব্যাপারে আশাবাদি তিনি। নাসির বলেন, ‘ফিটনেস গুরুত্বপূর্ণ। আমার ওজন কিছুটা বেড়েছে। কিন্তু যতদিন সম্ভব হবে, ততদিন খেলা চালিয়ে যেতে চাই।’

সর্বশেষ ২০১৭ সালে টেস্ট, ২০১৮ সালে ওয়ানডে ও ২০১৬ সালে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিন ফরম্যাট মিলিয়ে ১১৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলা নাসির।