শিরোনাম
ঢাকা, ৮ এপ্রিল ২০২৫ (বাসস) : লিভারপুল অধিনায়ক ভার্জিল ফন ডাইক বলেছেন এ্যানফিল্ডে নতুন চুক্তির বিষয়ে ভাল অগ্রগতি হয়েছে।
৩৩ বছর বয়সী এই ডাচ সেন্টার-ব্যাকসহ লিভারপুলের আরো দুই তারকা মোহাম্মদ সালাহ ও ট্রেন্ট আলেক্সান্দার-আর্নল্ডের সাথে মৌসুমের পরেই ক্লাবের চুক্তি শেষ হয়ে যাচ্ছে।
গতকাল প্রিমিয়ার লিগে ফুলহ্যামের কাছে ৩-২ গোলে পরাজয়ের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফন ডাইক বলেন, ‘অবশ্যই আলোচনা কিছুটা এগিয়েছে। এটা একেবারেই অভ্যন্তরীণ আলোচনা, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমি এই ক্লাবকে ভালবাসি, এখানকার সমর্থকদের ভালবাসি। আমরা তাদেরকে পুরস্কৃত করতে চাই। ফুলহ্যামের বিপক্ষে ম্যাচ দেখতে তারা সবাই মাঠে এসেছে ও আমাদের সমর্থণ দিয়েছে।’
এই মুহূর্তে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের তুলনায় ১১ পয়েন্টের সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে টেবিলের শীর্ষে রয়েছে লিভারপুল।
সাম্প্রতিক সময়ে ফন ডাইক, সালাহ ও আলেক্সান্দার-আর্নল্ডের চুক্তির বিষয়টি অন্যতম গুরুত্বপূর্ণ আলোচনায় পরিণত হয়েছে। ট্রান্সফার মার্কেটে গুঞ্জন রয়েছে স্থানীয় ছেলে আলেক্সান্দার-আর্নল্ড হয়তো স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে পাড়ি জমাতে পারেন।
যদিও ফন ডাইক স্পষ্ট করে বলেছেন, এই মুহূর্তে তার একটাই লক্ষ্য, লিগ শিরোপা জয় করা।