বাসস
  ০৮ এপ্রিল ২০২৫, ১৬:৩৭
আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ১৬:৪৭

মে মাসে মালয়েশিয়া, হংকংয়ে প্রীতি ম্যাচ খেলবে ইউনাইটেড

ঢাকা, ৮ এপ্রিল ২০২৫ (বাসস) : প্রিমিয়ার লিগের বর্তমান মৌসুম শেষ হবার তিনদিনের মধ্যে মালয়েশিয়া ও হংকংয়ে প্রীতি ম্যাচ খেলবে ম্যানচেন্টার ইউনাইটেড, ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। 

আগামী ২৮ মে কুয়ালালামপুরে রুবেন আমোরিমের দল আসিয়ান অল-স্টার একাদশ ও ৩০ মে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে। 

২৫ মে ওল্ড ট্র্যাফোর্ডে ঘরের মাঠে এ্যাস্টন ভিলার বিপক্ষে আরো একটি হতাশাজনক প্রিমিয়ার লিগ মৌসুম শেষ করতে যাচ্ছে ইউনাইটেড। 

২০২২ সালের জুলাইয়ে থাইল্যান্ডে লিভারপুলের বিপক্ষে ম্যাচটি ছিল ইউনাইটেডের সর্বশেষ এশিয়া সফর। 

২০২৫-২৬ মৌসুমকে সামনে রেখে যুক্তরাষ্ট্রে প্রতিবারের মত প্রিমিয়ার লিগ সামার সিরিজে অংশ নিবে ইউনাইটেড। 

ইউনাইটেডের প্রধান নির্বাহী ওমর বারেডা বলেছেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এ ধরনের সফর থেকে উল্লেখযোগ্য হারে রাজস্ব আয় হয়। যা ক্লাব গঠনে শক্তিশালী ভূমিকা রাখে।’

এর আগেই জুলাইয়ে হংকং সফরের বিষয়টি নিশ্চিত করেছে আর্সেনাল, টটেনহ্যাম ও লিভারপুল।

এই মুহূর্তে প্রিমিয়ার লিগ টেবিলের ১৩তম স্থানে থাকা ইউনাইটেড ২০১৩ সালে সর্বশেষ হংকং ভ্রমন করেছিল। হংকং দলটি ইউনাইটেডের যুব দলের সাবেক খেলোয়াড়

এ্যাশলে ওয়েস্টউড পরিচালনা করেন। বর্তমানে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ১৫৩তম।