বাসস
  ০৮ এপ্রিল ২০২৫, ২০:২৬
আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ২১:৩২

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ ১৬৭ রানে জিতল বাংলাদেশ

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ ১৬৭ রানে জিতল বাংলাদেশ - ছবি : সংগৃহীত

ঢাকা, ৮ এপ্রিল ২০২৫ (বাসস) : নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের আগে আজ নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে পাকিস্তান ‘এ’ দলকে ১৬৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ ৫ উইকেটে হারিয়েছিল স্কটল্যান্ড নারী দলকে। 

লাহোরে টস জিতে প্রথমে ব্যাট করে অধিনায়ক নিগার সুলতানা ও ফারজানা হকের জোড়া হাফ-সেঞ্চুরিতে ৪৯.৪ ওভারে ২৭৬ রানে অলআউট হয় বাংলাদেশ। 

ওপেনার ফারজানা ৫টি চারে ৫০ রান করেন। চার নম্বরে নেমে দলের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন নিগার। ৯টি চার ও ১টি ছক্কায় ৭২ বলে ৭০ রান করেন তিনি। 
এছাড়া শেষ ব্যাটার জান্নাতুল ফেরদৌস ৮টি বাউন্ডারিতে ৩৪ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন। 

জবাবে বাংলাদেশ বোলারদের তোপে ৩৯.১ ওভারে ১০৯ রানে অলআউট হয় পাকিস্তান ‘এ’। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন দুয়া মাজিদ। 

বল হাতে বাংলাদেশের মারুফা আকতার-রাবেয়া খান ও ফাহিমা খাতুন ২টি করে উইকেট নেন। পাশাপাশি ১টি করে শিকার করেন ফারিহা তৃষ্ণা ও জান্নাতুল। 
আগামী ১০ এপ্রিল লাহোরে থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব শুরু করবে বাংলাদেশ নারী দল।