বাসস
  ১০ এপ্রিল ২০২৫, ১৭:৪৩

প্রাক-মৌসুম এশিয়া সফরে জাপানে খেলবে লিভারপুল

ঢাকা, ১০ এপ্রিল ২০২৫ (বাসস) : নতুন মৌসুমের প্রাক্কালে প্রস্তুতির অংশ হিসেবে প্রথমবারের মত জাপানে ইয়োকোহামা এফ-মারিনোসের বিপক্ষে ম্যাচ খেলবে ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে থাকা লিভারপুল। জে-লিগ সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। 

জুলাইয়ে অনুষ্ঠিতব্য এই এশিয়ান সফরে হংকংয়ের সাথেও ম্যাচ খেলবে অল রেডসরা।

ইংল্যান্ডের সাবেক কোচ গ্যারেথ সাউথগেটের সহকারী স্টিভ হল্যান্ডের কোচিংয়ে নিজেদের দারুনভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে ইয়োকোহামা। গত মৌসুমের এএফসি চ্যাম্পিয়ন্স লিগে রানার্স-আপ হয়েছিল জাপানের এই ক্লাবটি। 

এর আগে এই ক্লাবের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন টটেনহ্যাম বস আনগে পোস্তেকোগ্লু।

আগামী ৩০ জুলাই ইয়োকোহামার নিশান স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। ২০০২ বিশ্বকাপ ফাইনালের এই ভেন্যুর আসনসংখ্যা ৭০ হাজারেরও বেশী। 

এছাড়া হংকংয়ে ৫০ হাজার ধারণক্ষমতা সম্পন্ন নব নির্মিত কেই তাক স্টেডিয়ামে আগামী ২৬ জুলাই এসি মিলানের মুখোমুখি হবে। 

প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু হবে ১৬ আগস্ট।