বাসস
  ১১ এপ্রিল ২০২৫, ১৯:৪০

ইউরোপা লিগ: ওনানার ভুলে জয় বঞ্চিত ম্যান ইউ

ফরাসি ক্লাব লিঁওর সাথে ২-২ গোলে ড্র করে ম্যান ইউ -ছবি : সংগৃহীত

ঢাকা, ১১ এপ্রিল ২০২৫ (বাসস) : গোলরক্ষক আন্দ্রে ওনানার ভুলে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জিততে পারল না ম্যানচেষ্টার ইউনাইটেড। 

গতরাতে অনুষ্ঠিত ম্যাচে ফরাসি ক্লাব লিঁওর সাথে ২-২ গোলে ড্র করে ম্যান ইউ। অথচ ম্যাচে ৯৪ মিনিট (নির্ধারিত ৯০ মিনিটসহ) পর্যন্ত ২-১ গোলে এগিয়ে ছিল ম্যান ইউ। ৯৫ মিনিটে গোল করে ম্যাচ ২-২ সমতায় শেষ করে লিঁও। প্রতিপক্ষের খেলোয়াড় জর্জ মিকাউতাদজের শট নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন ওনানা। তার হাত ফসকে বেরিয়ে বলে শট নিয়ে শেষ মুর্হূতের গোল করে ম্যান ইউকে জয় বঞ্চিত করেন রায়ান চেরকি। 

ম্যান ইউর নিজেদের মাঠে ওনানার ভুলে ২৫ মিনিটে প্রথম এগিয়ে যায় লিঁও। থিয়াগো আলমাদার সহজ ফ্রি-কিক ওনানার  ঠেকাতে না পারলে ১-০ গোলে এগিয়ে যায় লিঁও। 

পিছিয়ে পড়ে আক্রমণের ধার বাড়িয়ে দেয় ম্যান ইউ। কিন্তু ম্যাচে সমতা ফেরাতে প্রথমার্ধের ইনজুরি সময় পর্যন্ত অপেক্ষা করতে হয় তাদের। প্রথমার্ধের ইনজুরির সময়ের পঞ্চম মিনিটে মানুয়ে উগার্তের শট হেড করে জালে পাঠান লেনি ইউরো। এর মাধ্যমে ক্লাব ইতিহাসে ইউরোপে গোল করা সবচেয়ে কনিষ্ঠ ডিফেন্ডার এখন ইউরো। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ। 

দ্বিতীয়ার্ধে ম্যাচে প্রথম লিড নেয় ম্যান ইউ। ৮৮ মিনিটে ব্রুনো ফার্নান্দেসের পাস থেকে জসুয়া জির্কজির গোলে ২-১ গোলে এগিয়ে যায় ম্যান ইউ। নির্ধারিত ৯০ মিনিট শেষ হওয়ার পর ইনজুরি সময়ে গড়ায় ম্যাচ। ইনজুরি টাইমের পঞ্চম মিনিটে গোলরক্ষক ওনানার ভুলে গোল পায় লিঁও। ফলে নিশ্চিত হার থেকে রক্ষা পেয়ে ২-২ সমতায় ম্যাচ শেষ করে তারা। 

ওনানার ভুলে ম্যাচ জিততে না পারায় হতাশ ম্যান ইউ কোচ রুবেন আমোরিম। ম্যাচ শেষে তিনি বলেন, ‘এ মুহূর্তে আমি ওনানাকে এমন কিছু বলতে পারব না যা তার উপকার করবে। অতএব, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্বাভাবিক থাকা। সময় হলে আমি ম্যাচের জন্য সেরা একাদশই বাছাই করব। তবে আন্দ্রের উপর আমার বিশ্বাস আছে।’

আগামী ১৭ এপ্রিল ওল্ড ট্রাফোর্ডে ফিরতি লেগে মুখোমুখি হবে ম্যান ইউ-লিঁও।